পাক-ভারত লড়াই অন্য মাচের মতোই: কোহলি

dalfxrqxkaacbaj-1495624086-800খেলার মাঠে ভারত-পাকিস্তান মানেই উত্তেজনার পারদ চড়া। আর ক্রিকেটে সেটা ছাড়িয়ে যায় সবকিছুকে। মাঠের বাইরেও দুই দেশের ভক্তরা একে অপরকে খোঁচা দিতে থাকে টিভি বিজ্ঞাপনসহ সামাজিক মিডিয়াগুলোতে। ভক্তরা তো বটেই, খেলোয়াড়রদের মনেও থাকে অন্যরকম এক উন্মাদনা। কিন্তু বিরাট কোহলি সেই ধারণা বদলে দিলেন।

ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে পাক-ভারত ম্যাচ নিয়ে সব ধরনের উত্তেজনা একপাশে সরিয়ে রাখলেন ভারতীয় অধিনায়ক।

কোহলি বলেছেন, ‘সবকিছু ও সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমরা ক্রিকেটার এবং যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না।’

তার মতে পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলা অন্য আট-দশটা সাধারণ ম্যাচের মতো, ‘আমরা বুঝি এটা বড় একটা ম্যাচ। কিন্তু আমরা মনে করি কোনও পার্থক্য নেই, এটা আমাদের কাছে অন্য ম্যাচের মতোই। পেশাদার ক্রিকেটার হিসেবে কেবল একটি ম্যাচ নিয়ে আমরা বেশি আবেগি হতে পারি না।’

আগামী ৪ জুন এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। গ্রুপের অন্য ম্যাচে তারা ৮ জুন খেলবে শ্রীলঙ্কাকে, ৩ দিন পর তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সূত্র- ইন্ডিয়াটুডে, স্পোর্টকিডা

/এফএইচএম/