সাকিব ও তামিমের রেকর্ড

Shakib-Tamimকোরি অ্যান্ডারসনকে ক্যাচ বানালেন মাহমুদউল্লাহর, এর পর মিচেল স্যান্টনারকে বোল্ড- নতুন এক রেকর্ডও হয়ে গেল সাকিব আল হাসানের। বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে এখন শীর্ষ উইকেটশিকারি এ বাঁহাতি অলরাউন্ডার। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এ স্পিনারের রেকর্ডের দিনে নতুন এক কীর্তি গড়েছেন তামিম ইকবালও। দ্বিতীয় ইনিংসের প্রথম বলে ছক্কা মারার দুর্লভ কৃতিত্ব তার।

ম্যাচের ৩৯তম ওভারে নিউজিল্যান্ডের হার্ডহিটার অ্যান্ডারসনকে আউট করে সাকিব টপকে যান সাবেক কিউই পেসার কাইল মিলসকে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মিলসের সঙ্গে সেই ব্যবধানটা আরও বাড়িয়ে নেন স্যান্টনারকে ফিরিয়ে। এনিয়ে কিউইদের বিপক্ষে ২০ ম্যাচে ৩৫ উইকেট নিলেন সাকিব।

বাঁহাতি অলরাউন্ডার ৮ ওভারে ৪১ রান দিয়ে ওই দুটি উইকেটই নেন।

এর পর তামিম নেমেই মাইলফলকে পৌঁছান। প্রথম বলেই জিতান প্যাটেলকে বিশাল এক ছয় মারেন। বল যায় একেবারে স্টেডিয়ামের বাইরে। বাধ্য হয়ে আম্পায়াররা নতুন বল মাঠে আনার নির্দেশনা দেন। দ্বিতীয় ইনিংসে ছয় মারার ঘটনা এনিয়ে ওয়ানডেতে ঘটল চতুর্থবার।

এর আগে ১৯৯২ সালে পাকিস্তানের বিপক্ষে অকল্যান্ডে ওয়াসিম আকরামকে ছয় মেরেছিলেন নিউজিল্যান্ডের মার্ক গ্রেটব্যাচ। ১৯৯৮ সালে ভারতের বিপক্ষে ঢাকায় জাভাগল শ্রীনাথের বল মাঠের বাইরে পাঠান ওয়েস্ট ইন্ডিজের ফিলোপ ওয়ালেস। আর তামিমের আগে সর্বশেষ এ কীর্তি গড়েন বীরেন্দর শেবাগ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৪ সালে সিডনিতে প্রথম বলেই ছয় মেরেছিলেন ভারতের ওপেনার।

/এফএইচএম/