যুবরাজের ইনিংসটা বদলে দিয়েছে ম্যাচ : কোহলি

কোহলি-যুবরাজচিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বড় ব্যবধানে জিতেছে ভারত। বার্মিংহামে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে ১২৪ রানের জয়ের পথে শুরুতে অবশ্য ভীষণ ভুগতে হয়েছিল ভারতকে। উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ভালো শুরু এনে দিলেও রান তোলার গড়টা ঠিক ভারত-সুলভ ছিল না। যদিও শেষ পর্যন্ত ৪৮ ওভারের ম্যাচে ৩১৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বর্তমান চ্যাম্পিয়নরা। আর এর জন্য অধিনায়ক বিরাট কোহলি পুরো কৃতিত্ব দিলেন যুবরাজ সিংকে। এই ব্যাটসম্যানের ইনিংসটাই ম্যাচ বদলে দিয়েছিল বলে ভারতীয় অধিনায়ক মন্তব্য করেছেন সংবাদ সম্মেলনে।

যুবরাজ ৩২ বলে খেলেন ৫৩ রানের ঝোড়ো ইনিংস। এই ইনিংসটার পরই ভারত ‘বাধাহীন ক্রিকেট’ খেলেছে। ধাওয়ান-রোহিত ওপেনিংয়ে ভালো করলেও বিশ্বাসের ঘাটতি ছিল। এমনকি মাঠে নামার পর কোহলি নিজেও খুব একটা আত্মবিশ্বাসী ছিলেন না। কিন্তু যুবরাজের ব্যাটিংয়ে তিনি সহ দলের সবাই হয়ে ওঠেন ভীষণ আত্মবিশ্বাসী। কোহলির ভাষায় যা এমন, ‘যেভাবে যুবি (যুবরাজ) ব্যাট করেছে, সত্যি বলতে ওটা ছিল ম্যাচ বদলে দেওয়া ইনিংস। ওর ইনিংসটা আমাদের সবাইকে আত্মবিশ্বাসী করে তোলে, যে কারণে শুরু থেকেই বল ভালো হয়েছে।’

অথচ যুবরাজ ২০০৭ সালের পর প্রথমবার নেমেছিলেন ইংল্যান্ডের মাটিতে। চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ভারত দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেললেও খেলেননি তিনি। কিন্তু ব্যাটিং দেখে কে বলবে ইংলিশ কন্ডিশনে দীর্ঘ দিন পর নেমেছিলেন ব্যাট হাতে। তার ব্যাটিংয়ের ধরনটা কোহলির মুখেই শুনুন না, ‘যেভাবে ব্যাট করেছে, ওটা আসলে কেবল ওর পক্ষেই সম্ভব। লো-ফুলটস বলকে পরিণত করেছে চার-ছয়ে। এমনকি ইয়র্কার বলেও চার হাঁকিয়েছে, সত্যি অসাধারণ।’ ক্রিকইনফো

/কেআর/