‘বোলিং-ফিল্ডিংটাই পার্থক্য গড়ে দিয়েছে’

prv_1496892069ভারতের কাছে বাজেভাবে হারার পর সেই পাকিস্তানই হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার মতো শিরোপা প্রত্যাশী দলকে। চ্যাম্পিয়নস ট্রফিতে যাদের নিয়ে আলোচনাই ছিল না- সেই পাকিস্তান দলই এবার আলোচনার কেন্দ্রে! আর সার্বিক এই সফলতার জন্য পুরো দলীয় নৈপুণ্যকেই কৃতিত্ব দিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। কৃতিত্ব দিয়েছেন মূলত বোলিং ও ফিল্ডিং বিভাগকেই, ‘আমার মনে হয়েছে আমাদের বোলিং ও ফিল্ডিংটাই পার্থক্য গড়ে দিয়েছে।’

জয়ের পর পাকিস্তানি অধিনায়ক আরও বললেন ম্যাচের আগে পুরো দল নিয়েই টিম মিটিং করে পাকিস্তান।  তারা ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং নিয়েই আলোচনা করেছেন এসময়, ‘আমরা গতকাল টিম মিটিংয়ে ব্যাটিং, বোলিং ফিল্ডিং নিয়ে আলোচনা করেছি। তাই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মতো জায়গায় ভালো করতে হলে ফিল্ডিং অবশ্যই ভালো করতে হবে। তাই সব কৃতিত্ব আমাদের খেলোয়াড়দের। ওরা চমৎকারভাবে সব সামলে নিয়েছে।’

দক্ষিণ আফ্রিকার মতো এমন দলের ব্যাটিং লাইন আপের বিপক্ষে জয়। কীভাবে সবকিছু সম্ভব হলো? এমন প্রশ্নের উত্তরে সরফরাজ বলেন, ‘আমরা এটা ভেবেছি ওদের ভালো একটি ব্যাটিং সাইড আছে। তাই ভালো জায়গাতেই বোলিং করতে হবে। আমাদের ভালো দিক ছিল যে আমরা সেভাবেই উইকেট তুলে নিতে পেরেছি। আর উইকেট তুলে নিলে যে কোনও বড় দলই চাপে পড়ে যাবে।’

/এফআইআর/