ভারত অজেয় নয়: কোহলি

1496983386-virat-kohli-india-vs-sri-lanka-ct-2017শ্রীলঙ্কার বিপক্ষে শুরু ও শেষের কয়েকটি দারুণ ইনিংসে ৩২১ রান স্কোরবোর্ডের জমা করেছিল ভারত। অধিনায়ক বিরাট কোহলি যেটাকে জয়ের জন্য যথেষ্ট ধরে নিয়েছিলেন। কিন্তু তার দলকে চমকে দিয়ে নির্ভীক ব্যাটিংয়ে জয়ের হাসি হাসল শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার ম্যাচ শেষে নিজ দলের পারফরম্যান্স নিয়ে কোহলি বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে বোর্ডে ওই রানকে যথেষ্ট মনে করেছিলাম। আমার মতে আমাদের বোলাররাও ভালো বল করেছে।’

শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের প্রশংসা লুকিয়ে রাখতে পারেননি ভারতীয় অধিনায়ক, ‘কিন্তু লঙ্কান ব্যাটসম্যানরা এলো এবং দারুণ খেলল, প্রত্যেকে ভালো খেলেছে। প্রতিপক্ষ দলকে তাই কৃতিত্ব দিতেই হবে। আমরা অজেয় নই। আমরা এমন দলগুলোর বিপক্ষে খেলছি যারা চ্যাম্পিয়ন হওয়ার মতো।’

নিজের সতীর্থদের কোনোরকম দোষারোপ করতে চান না কোহলি। শ্রীলঙ্কার সাবলীল ব্যাটিংয়ের কথা উল্লে করেছেন তিনি, ‘এ ধরনের মানসিকতা নিয়ে যদি কেউ খেলে এবং সেভাবে শট খেলতে থাকে তাহলে আপনাকে সম্ভাষণ জানিয়ে বলতেই হবে ‘বেশ ভালো খেলেছ’।’

শেষ চারে উঠতে গেলে এখন গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততেই হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে। বিষয়টা মাথায় রেখে কোহলি বলেছেন, ‘হ্যা, এটা খুব রোমাঞ্চকর। এখন প্রত্যেক ম্যাচ কোয়ার্টার ফাইনাল, বিশেষ করে আমাদের গ্রুপে। সব দল ‍দুই পয়েন্ট করে পেয়েছে। পরের পর্বে যেতে হলে আপনাকে জিততেই হবে।’

/এফএইচএম/