অস্ট্রেলিয়ার সাবলীল ব্যাটিং

ব্যাট করছেন ফিঞ্চযদিও বাংলাদেশ ম্যাচটা খেলছে না, তবু অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। হারলেই অস্ট্রেলিয়া বিদায় নেবে, আর চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে চলে যাবে টাইগাররা। বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশের ভাগ্যনির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া এগিয়ে চলেছে ভালোভাবেই। ২২ ওভারে ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১২৮ রান।

বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে ওয়ানডেতে চার হাজার রানের মাইলফলকে পৌঁছানো ওয়ার্নার গ্রুপের শেষ ম্যাচে ২১ রানে আউট হয়েছেন। মার্ক উডের বলে উইকেটের পেছনে জস বাটলারকে ক্যাচ দিয়েছেন তিনি। ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের উদ্বোধনী জুটি ছিল ৪০ রানের।

অস্ট্রেলিয়া জয় না পেলেই বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলবে। নিউজিল্যান্ডকে হারিয়ে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আপাতত ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। ২ ম্যাচে ২ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়াকে শেষ চারে উঠতে হলে জিততেই হবে। দুই ম্যাচ জিতে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।

এ ম্যাচকে অ্যাশেজের ওয়ানডে সংস্করণ হিসেবে দেখছেন এউইন মরগান। ইংল্যান্ডের অধিনায়ক সর্বোচ্চ চেষ্টা দিয়ে অস্ট্রেলিয়াকে হারের স্বাদ দিতে চান।

/এফএইচএম/এএআর/