ফাইনালে ফিটনেস ফিরে পাওয়ার আশা আমিরের

মোহাম্মদ আমিরচিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল খেলতে উন্মুখ হয়ে আছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। তবে তাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে পিঠে পেশীর টান। অবশ্য ফিটনেস ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী এ বাঁহাতি পেসার।

গত বুধবার সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আমির খেলেননি। সামান্য ওই চোট তাকে একাদশে থাকতে দেয়নি। তবে ফাইনালে একাদশে থাকতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন ২৫ বছর বয়সী। ওভালে নেটে বোলিং অনুশীলন করেছেন। আর কয়েক ঘণ্টার অনুশীলনে ফিটনেস ফিরে পাওয়ার আভাস পাচ্ছেন আমির।

‘আমি দ্রুত ফিটনেস ফিরে পাচ্ছি। নেটে বল করেছি এবং কোনও ধরনের অস্বস্তিবোধ ছিল না। আরও একদিন পাচ্ছি প্রস্তুতির। আশা করি পুরোপুরি সেরে উঠব।’, শুক্রবার অনুশীলন শেষে বলেছেন আমির।

পাকিস্তানি বোলিং কোচ ও সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদের বিশ্বাস, ফাইনালের আগে ফিট হবেন আমির। কিন্তু সেটা না হলে রুম্মান রইসকে জায়গা দেওয়া হবে বলেছেন তিনি। সেমিফাইনালে আমিরের বদলে খেলে ৯ ওভারে ৪৪ রান দিয়ে রইস নেন ২ উইকেট।

/এফএইচএম/