ফাইনালের আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন ফখর জামান!

264620চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দুর্দন্ত এক সেঞ্চুরি করে পাকিস্তান দলের পুঁজির ভিত গড়ে দিয়েছেন ফখর জামান। সেই বিশাল পুঁজিতেই খেই হারিয়ে ফেলে ভারত। আর এমন শিরোপা নির্ধারণী ম্যাচেই অনিশ্চিত ছিলেন পাকিস্তানি ওপেনার! এমনকি আগের দিন নির্ধারিত অনুশীলনেও ছিলেন না। যার পেছনে কারণ ছিল শারীরিকভাবে পুরোপুরি ফিট না থাকা। এমনকি বমিও করে দিয়েছিলেন! যদিও প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পর পরেরদিন সকালেই পুরোপুরি সুস্থ অনুভব করে মাঠে নামতে পেরেছিলেন। ফাইনালে শিরোপা জয়ের পর নিজের শারীরিক হাল নিয়ে এভাবেই বললেন ফখর, ‘অনুশীলনে আসার পর থেকেই আমি ভালোবোধ করছিলাম না। মাত্র ১০টি বল বোধ হয় খেলতে পেরেছিলাম। এমনকি ভালো না লাগায় এদিন অনুশীলনও করা হয়নি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি সঙ্গে সঙ্গেই সাজঘরে চলে যাই। আমার ফিজিওকে বলি আমার ভালো লাগছে না। কিছু বোধহয় করতে পারবো না। পরে হোটেলে ফিরে আসলে সংশ্লিষ্টরা আমার ভালো মতো সেবা করে। এমনকি আমাদের ফিজিও শেন হায়েস আমার সঙ্গে পুরো রাতেই ছিলেন। তখন আমি তাকে এটাও বলেছিলাম-আমি বোধ হয় কাল খেলতে পারবো না। কিন্তু সে আমাকে কিছু প্রোটিন ও গ্লুকোজ ট্যাবলেট দিয়ে বলেছিল-তুমি কাল খেলতে পারবে।’

এরপরেই সকালে সুস্থবোধ করেন ফখর। সকালে উঠেই শেনকে ক্ষুতে বার্তাও পাঠান, ‘আমি সকালে উঠেই ভালোবোধ করতে থাকি। শেনকে আমি ধন্যবাদও জানাই।’

মাত্র দুই সপ্তাহও হয়নি অভিষেক হয়েছে ফখর জামানের। আর অভিষেকের পরই বড় মঞ্চে নিজের জাত চেনালেন। যদিও ইনিংসের শুরুতে তার মানসিক নড়বড়ে অবস্থা প্রকট হয়ে ধরা দিয়েছিল। কিন্তু ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস ঠিকই দেখান ‍১১৪ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলে। যার প্রাপ্তিটা মেলে ম্যাচসেরার পুরস্কারের মধ্য দিয়েই!

/এফআইআর/