মেয়েদের বিশ্বকাপে বাংলাদেশের আম্পায়ার

শরফুদ্দৌলা ইবনে সৈকত। আগামী সপ্তাহে ইংল্যান্ডে বসবে নারী বিশ্বকাপের আসর। বিশ্বকাপের জন্য আইসিসি ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে ইতোমধ্যেই। আর সেই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে একমাত্র আম্পায়ার হিসেবে আছেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। অনফিল্ড আম্পায়ার হিসেবে চারটি ও তৃতীয় আম্পায়ার হিসেবে একটি ম্যাচ পরিচালনা করবেন তিনি।

সৈকত ছাড়াও ৮জন পুরুষ আম্পায়ার এই টুর্নামেন্টটি পরিচালনা করবেন। এরা হলেন- ক্রিস ব্রাউন, এহসান রাজা, অনিল চৌধুরী, শন জর্জ, পল উইলসন, গ্রেগরি ব্রাফেট, আড্রিয়ান হোল্ডস্টক, ল্যাংটন রুসারে ও শরফুদ্দৌলা ইবনে সৈকত।

এছাড়া এই টুর্নামেন্টে নারী আম্পায়ারদের সংখ্যা ৪জন। তারা হলেন- নিউজিল্যান্ডের ক্যাথি ক্রস, ইংল্যান্ডের সু রেডফার্ন, অস্ট্রেলিয়ার ক্লেইর পলোসাক ও ওয়েস্ট ইন্ডিজের জ্যাকুলিন উইলিয়ামস।

সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের অফিশিয়ালদের নাম পরে ঘোষণা করবে আইসিসি।

নারী বিশ্বকাপে অংশ নেবে ৮টি দেশ। ১০টি ম্যাচ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে। প্রথমবারের মতো মেয়েদের ম্যাচে থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।

আগামী ২৪ জুন ডার্বিতে ভারতের বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট।

 /আরআই/এফআইআর/