টেস্ট মর্যাদা থেকে এক ধাপ দূরে আফগানিস্তান-আয়ারল্যান্ড

21CRICKET-01-master768ক্রিকেটে ঐতিহাসিক মুহূর্তের সামনেই দাঁড়িয়ে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। টেস্ট মর্যাদা প্রাপ্তির ক্ষেত্রে মাত্র এক ধাপ দূরে রয়েছে এই দুটি দেশ। তাদের এই মর্যাদা দেওয়ার ব্যাপারটি অনেক আগের হলেও ভোটাভুটির জন্যই সব কিছু ঝুলে ছিল। আর এই ভোটাভুটির কাজটি হবে এই সপ্তাহের আইসিসি সভাতেই। সেটি যদি হয়েই যায় তাহলে বাংলাদেশের পর ১১ ও ১২তম দুটি দেশ হিসেবে এই মর্যাদা পাবে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। আইসিসির লন্ডনের সভাতেই অনুষ্ঠিত হবে এই ভোটাভুটি। 

বাংলাদেশ সবশেষ এই মর্যাদা পায় ২০০০ সালে। সেই হিসেবে আফগানিস্তান ও আয়ারল্যান্ড টেস্ট মর্যাদা পেলে আগামী বছর থেকেই টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবে নিচের সারির এই দুটি দল। আর টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা বাড়াতে এটাই প্রমাণ করে ক্রিকেটের ভিত টেস্ট খেলার পরিসর আরও বাড়াতে চাইছে আইসিসি।  

/এফআইআর/