ভারত ও ইংল্যান্ডে খেলার প্রস্তাব দেবে বিসিবি

BCB logoলন্ডনে চলছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সভা। এই সভাতেই ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাব দেবে বাংলাদেশ। ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী আগামী ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ভারত ও ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক কোনও সিরিজ নেই। তাই এই সময়ের মধ্যে তাদের দেশে গিয়ে খেলার প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বিসিবির এই কর্তার বিশ্বাস ভারত ও ইংল্যান্ড বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশের সঙ্গে খেলতে আগ্রহী হবে। কেন, তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি, ‘ইংল্যান্ড ও ভারতের মতো দেশে অন্য কেউ সফর করলে স্বাগতিক দল আর্থিক দিক দিয়ে ততটা লাভবান হতে পারে না। কিন্তু গত ৩-৪ বছরে আমাদের পারফরম্যন্সে অনেক উন্নতি হয়েছে। এই চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সমর্থকদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।’ সঙ্গে যোগ করলেন, ‘ইংল্যান্ডে বাংলাদেশ দল সফর করলে বুঝতে পারবে বাংলাদেশের অবস্থানটা কোথায়। একটি দ্বিপাক্ষিক সফরের পরই বোঝা যাবে আর্থিক দিক থেকে তারা কতটা লাভবান হতে পারবে। কেননা আমরা তো আর আগের অবস্থানে নেই। র‌্যাংকিংয়ের উন্নতিই তাই প্রমাণ করে। তাই আমরা দাবি করতেই পারি তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার।’ 

চলমান বার্ষিক সভাতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান আলোচনা করবেন বলে জানালেন মিডিয়া কমিটির চেয়ারম্যান, ‘বার্ষিক সভাতে সব দেশের সদস্য, সিইও এবং সভাপতি থাকবে। তাই এটা আমাদের জন্য একটা সুযোগ, সবার সঙ্গে আলাপ-আলোচনা করার। এই ধরনের বার্ষিক সভায় এক দেশ আরেক দেশের সঙ্গে আলোচনা করেই এফটিপি ঠিক করে।’ 

এর বাইরেও আইসিসির সভাতে গঠনতন্ত্র নিয়ে বেশ কিছু আলোচনা হবে বলে জানালেন জালাল ইউনুস, ‘মূলত এবারের আইসিসি সভায় গঠনতন্ত্র নিয়ে বেশ কিছু আলোচনা হবে। গত কয়েকটা সভায় গঠনতন্ত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। সেগুলো অনুমোদনের ব্যাপার আছে। হয়তো কিছু স্বাধীন পরিচালক নিয়োগ হতে পারে। এছাড়া আইসিসি ওমেন্স উইংয়ের একজন পরিচালক যোগ করার কথা আছে।’

/আরআই/কেআর/