টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরু ইংল্যান্ডের

হেলস ও বেয়ারস্টো জুটিতে সহজ জয় পায় ইংল্যান্ডব্যাটিং-বোলিংয়ে অলরাউন্ডিং পারফরম্যান্স দেখাল ইংল্যান্ড। এজেস বোলে টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকাকে হারাল ৯ উইকেটে।

সিমাররা শুরুতে কয়েকটি উইকেট নেওয়ার পর স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংল্যান্ড ৩৩ বল বাকি থাকতে জয় নিশ্চিত করেছে। তিন ম্যাচ সিরিজে তারা এগিয়ে গেল ১-০ তে।

টি-টোয়েন্টি ব্যাটিংয়ে জনি বেয়ারস্টোর দুর্দান্ত প্রত্যাবর্তন হয়েছে। আগস্টের পর প্রথম টি-টোয়েন্টি ইনিংস ও প্রায় এক বছর পর প্রথম ২০ ওভারের আন্তর্জাতিক ম্যাচে স্বাচ্ছন্দ্যে খেলেছেন তিনি। ৩৫ বলে ৬ চার ও ২ ছয়ে ৬০ রানের অপরাজিত ইনিংস বেয়ারস্টোর। অ্যালেক্স হেলস খেলছিলেন ৪৭ রানে। তবে ইংল্যান্ডের জয়ে সবচেয়ে বেশি অবদান বোলারদের।

প্রথম ২৫ বলের মধ্যে দক্ষিণ আফ্রিকার ৩ উইকেট নিয়ে তারা দক্ষিণ আফ্রিকাকে যথেষ্ট রান করতে দেয়নি। চতুর্থ উইকেটে এবি ডি ভিলিয়ার্স ও ফারহান বেহারদিয়েনের অপরাজিত ১১০ রানের জুটি গড়লে প্রোটিয়াদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৪২ রান। ডি ভিলিয়ার্স ৬৫ ও বেহারদিয়েন ৬৪ রানে অপরাজিত ছিলেন।

/এফএইচএম/