টেস্ট দলের দায়িত্ব পেতে যাচ্ছেন সরফরাজ

টেস্ট দলের দায়িত্ব পেতে যাচ্ছেন সরফরাজ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর থেকেই সরফরাজের নাম আলোচনায়। তাই খালি হওয়া টেস্ট অধিনায়কের পদের ভারটাও তাকে দেওয়ার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানি এই তারকা ব্যাটসম্যান সংক্ষিপ্ত দুই ফরম্যাটেই অধিনায়কের দায়িত্বে রয়েছেন ।

ওয়েস্ট ইন্ডিজ সফরে মিসবাহ উল হকের অবসরের পর থেকেই টেস্ট দলের জন্য অধিনায়ক খুঁজছিল পিসিবি। অবশ্য তখনও সরফরাজের নামই ছিল তাদের পছন্দের তালিকায়। যদিও এ নিয়ে খুব বেশি ভাবেনি বোর্ড। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফিতে সাফল্যের পর সরফরাজকে এই দায়িত্ব দেওয়ার কথা ভাবছে ম্যানেজমেন্ট।

এক বোর্ড কর্মকর্তাও এ নিয়ে পিসিবির সম্মতি জানিয়েছেন এভাবে, ‘পিসিবি চেয়ারম্যানের এ নিয়ে যে কোনও ঘোষণা এখন আনুষ্ঠানিকতা মাত্র। ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। সরফরাজই হবে নতুন টেস্ট অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ সফরে মিসবাহর ডেপুটি হিসেবেই দায়িত্ব পালন করেছিল সরফরাজ।’

পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়কের সিদ্ধান্ত দেরি করে আসার অন্যতম কারণ-সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত কোনও টেস্ট সিরিজ নেই।

এদিকে হেড কোচ মিকি আর্থারকে নিয়েও সিদ্ধান্ত আসতে পারে আগামী সভায়। শোনা যাচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফির সাফল্যে কোচের ভূমিকায় খুবই খুশি পিসিবি। -পিটিআই।

/এফআইআর/