পাকিস্তানে বিশ্ব একাদশ পাঠাতে আইসিসির সম্মতি

PAK3পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আরেকটি পদক্ষেপ নিয়েছে। এ বছরের শেষদিকে পাকিস্তানে বিশ্ব একাদশ নামে একটি দল পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছে ক্রিকেটের শীর্ষ সংস্থা।

জিম্বাবুয়ে দুই বছর আগে পাকিস্তান সফর করলেও তাতে অন্য দলগুলোর মন গলেনি। ২০০৯ সালের পর দেশটিতে কোনও বড় দল সফর করে নি। কিন্তু শুক্রবার লন্ডনে বার্ষিক সভা শেষে আইসিসি বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথা জানায়। এক ঘোষণায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর ব্যাপারে তারা অগ্রগতি চায়।

আইসিসি বোর্ড জানিয়েছে, পাকিস্তান ও বিশ্ব একাদশের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের ব্যাপারে সম্মতি দিয়েছে তারা। সম্ভবত সেপ্টেম্বরে এ সিরিজের সব ম্যাচ হবে লাহোরে এবং সেগুলো পূর্ণ আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদাও পাবে। পরে আরও বিস্তারিত জানানো হবে এ বিষয়ে।

চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তান কোচ মিকি আর্থার আশা প্রকাশ করেন, বিশ্ব একাদশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হবে। আইসিসির সম্মতি ও সমর্থনের পর এ ব্যাপারে আরও বেশি ভরসা পেল পাকিস্তানের ক্রিকেট বোর্ড। ডন, খালিজটাইমস

/এফএইচএম/এএআর/