ভারতের কোচ হবেন না জয়াবর্ধনে

মাহেলা জয়াবর্ধনেঅনিল কুম্বলের উত্তরসূরি খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাতাসে শোনা যাচ্ছে অনেকের নামই। যার মধ্যে নতুন করে উঠেছে মাহেলা জয়াবর্ধনের নাম। যদিও নিজের ভবিষ্যতের ব্যাপারে পুরোপুরি স্থির শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক। ভারতের কোচ হওয়া নিয়ে যে গুঞ্জন, তা উড়িয়ে দিয়েছেন তিনি। সঙ্গে জানিয়ে রেখেছেন, খুলনা টাইটানসের কোচের দায়িত্বের দিকেই তার এখন নজর।

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে বিসিসিআই বিজ্ঞাপন দিয়েছিল কোচ নিয়োগের। তার আগে থেকেই ভারতীয় সংবাদ মাধ্যমে শোনা গিয়েছিল কুম্বলের সঙ্গে অধিনায়ক বিরাট কোহলির দ্বন্দ্বের খবর। এর সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হারের পর কুম্বলের বিদায় নিশ্চিত হয়ে যায়। তার ছেড়ে যাওয়া জায়গা পূরণের জন্য ইতিমধ্যে আবেদন জমা দিয়েছেন বীরেন্দর শেবাগ; টম মুডিও আছেন তালিকায়।

তাদের সঙ্গে জয়াবর্ধনেও নাকি ভারতের প্রধান কোচের দৌড়ে আছেন, এমনই ছিল গুঞ্জন। যদিও নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে সাবেক এই ব্যাটসম্যান জানিয়ে দিয়েছেন ভারতের কোচ হওয়ার কোনও আগ্রহ নেই তার। সোমবার জয়াবর্ধনে টুইট করেছেন, ‘অনেক সুন্দর সুন্দর কথা শোনা যাচ্ছে আমার ভারতের কোচ হওয়া নিয়ে, তবে এই মুহূর্তে পূর্ণকালীন কোনও কাজ করতে আমি আগ্রহী নই।’

পরের টুইটেই জানিয়েছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের খুলনা টাইটানস ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মুম্বাই ইন্ডিয়ান্সের দিকেই তার নজর। লিখেছেন, ‘খুলনা ও মুম্বাইয়ের সঙ্গে এখনকার দায়িত্বগুলোতেই আমার পূর্ণ নজর।’ এনডিটিভি

/কেআর/