ইংল্যান্ডকে চাপে রেখেছে দক্ষিণ আফ্রিকা

বেয়ারস্টোকে ফিরিয়ে মহারাজের উল্লাসট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় দিন বোলারদের দাপটে টিকতে পারেনি ব্যাটসম্যানরা। এক দিনে ১৫ উইকেট হারিয়েছে দুই দল। দিন শেষে স্কোরবোর্ড বলছে ইংল্যান্ডকে চাপে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ৯ উইকেট হাতে রেখে দ্বিতীয় ইনিংসে ২০৫ রানের লিড নিয়েছে প্রোটিয়ারা।
শনিবার ৬ উইকেটে ৩০৯ রানে দ্বিতীয় দিন ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভার থেকে জিমি অ্যান্ডারসনের পেসে দুর্বিষহ অবস্থার মুখোমুখি হয় তারা। দিনের দ্বিতীয় বলেই ভারনন ফিল্যান্ডারকে ৫৪ রানে আউট করেন তিনি। পরের টানা তিন ওভারে কেশব মহারাজ, ক্রিস মরিস ও মরনে মরকেলকে ফেরান এ ইংলিশ পেসার। প্রথম ফাস্ট বোলার হিসেবে হোম টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক ছোঁন অ্যান্ডারসন। প্রোটিয়াদের প্রথম ইনিংস ৩৩৫ রানে গুটিয়ে দিতে ৫ উইকেট নিয়েছেন তিনি। স্টুয়ার্ট ব্রড ৩টি ও বেন স্টোকস ২ উইকেট নেন।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৩ রানে প্রথম দুই উইকেট হারায় ইংল্যান্ড। জো রুট ৭৮ রান করে শুরুর ধাক্কা সামাল দিলেও মরকেল, ফিল্যান্ডার ও মরিসের পেস বেশিদূর যেতে দেয়নি স্বাগতিকদের। শেষ ৪ উইকেট তারা হারায় মাত্র ৬ রানে। ২০৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ৩টি করে উইকেট নেন মহারাজ ও মরিস। ২টি করে পেয়েছেন মরকেল ও ফিল্যান্ডার।

১৩০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৮ রানে প্রথম উইকেট হারায়। হেইনো কুন ৮ রানে অ্যান্ডারসনের শিকার হলেও সেটা প্রভাব ফেলেনি। ডিন এলগার ৩৮ ও হাশিম আমলা ২৩ রানে অপরাজিত খেলে দিন শেষ করেছেন। ১ উইকেটে ৭৫ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবে দক্ষিণ আফ্রিকা। ক্রিকইনফো

/এফএইচএম/