ভনের সমালোচনায় হতবাক রুট

জো রুটট্রেন্ট ব্রিজ টেস্টে দক্ষিণ আফ্রিকার বোলারদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও তারা ব্যর্থ। দল হেরেছে ৩৪০ রানের বিশাল ব্যবধানে। ২০৫ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার পর মাইকেল ভনের সমালোচনাও দ্বিতীয় ইনিংসে ইংলিশ ব্যাটসম্যানদের মেরুদণ্ড সোজা রাখতে পারেননি। তবে সাবেক অধিনায়কের ‘অশোভন’ সমালোচনায় হতবাক হয়েছেন বর্তমান অধিনায়ক জো রুট।

প্রথম ইনিংসে ইংলিশদের ব্যাটিং দৈন্যতা দেখে ভন বলেছিলেন, ‘ইংল্যান্ডের ব্যাটিং আতঙ্কজনক। মনে হচ্ছে এ ফরম্যাটের প্রতি ওদের কোনও শ্রদ্ধা নেই। মনে হচ্ছে ওরা টি-টোয়েন্টি খেলছে। তাদের ধরন দেখে এমনটাই মনে হয়।’ সাবেক অধিনায়ক আরও যোগ করেন, ‘আসলে ওরা নিজেদের কৌশল নিয়ে আত্মবিশ্বাসী না। যার ফলে লম্বা ইনিংস খেলতে পারছে না। এটাই চিন্তার বিষয়। ওরা প্রতিনিয়তই এমন ধসে পড়ছে।’

ভনের এমন সমালোচনার জবাব মাঠে দিতে পারতেন ইংলিশ ব্যাটসম্যানরা। কিন্তু ৪৭৪ রানের বিশাল লক্ষ্যে নেমে ১৩৩ রানে গুটিয়ে গিয়ে আরও লজ্জায় পড়েছে রুটের দল। নিজেদের দুর্বলতা স্বীকার করলেও ভনের সমালোচনা মেনে নিতে পারছেন না নতুন অধিনায়ক। টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম হারের পর রুট বলেছেন, ‘এরকম সমালোচনা খুবই অশোভন। তিনি আসলেই এটা বলেছেন কি না বিশ্বাস করতে পারছি না, সত্যি। এ ধরনের সিরিজ জিততে পারলে আমরা গর্বিত হই। দুর্ভাগ্য যে এ সপ্তাহে আমরা খুব খারাপ খেললাম।’

দলের ব্যাটিংকে ‘হতাশাজনক’ বলছেন রুট। কিন্তু এ হার দলের মানকে প্রশ্নবিদ্ধ করবে না মনে করেন তিনি, ‘আমাদের খেলা ছিল হতাশাজনক। আমরা হাল ছেড়ে দেওয়ার মতো দল নই। কিন্তু এ হারের মানে এটা নয় যে আমরা দল হিসেবে ভালো খেলি না।’

ভালো দল হিসেবে নিজেদের প্রমাণ করতে আগামী ২৭ জুলাই ওভালে তৃতীয় টেস্ট খেলবে ইংল্যান্ড। যেখানে ১-১ এ সিরিজে সমতা ফেরানো দক্ষিণ আফ্রিকা প্রস্তুত থাকবে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে। ক্রিকইনফো, এএনআই নিউজ

/এফএইচএম/