ভারতের বোলিং কোচ ভরত অরুন, সহকারী কোচ বাঙ্গার

13shastri-arunরবি শাস্ত্রীর পছন্দকেই বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সভা শেষে ভরত অরুনকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিসিআই। একই সঙ্গে সঞ্জয় বাঙ্গারকে সহকারী কোচের মর্যাদা দিয়েছে বোর্ড। তাহলে রাহুল দ্রাবিড় ও জহির খানের কী হবে? তাদের বেলাতে অবশ্য আপত্তি তোলেননি শাস্ত্রী। ক্রিকেট উপদেষ্টা কমিটির দায়িত্ব বণ্টন অনুসারেই পরামর্শকের ভূমিকায় থাকবেন দ্রাবিড় ও জহির।   

তার মানে ভারতের টিম ডিরেক্টর হিসেবে থাকার সময়ে যারা ছিলেন তাদেরকেই পাচ্ছেন তিনি। ফিল্ডিং কোচ হিসেবে আর শ্রী ধরকেও পাচ্ছেন শাস্ত্রী। শাস্ত্রীর পছন্দসই কোচরা দায়িত্বে থাকবেন আগামী দুই বছর। আগামী ২০১৯ বিশ্বকাপের শেষ পর্যন্ত দায়িত্বে থাকবেন তারা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকের পরই শাস্ত্রী এ নিয়ে কথা বলেন। দ্রাবিড় ও জহিরকে নিয়ে তৈরি হওয়া আশঙ্কার জবাবে তিনি বলেন, ‘আমি দুজনের সঙ্গেই কথা বলেছি। দুজনেই চমৎকার ক্রিকেটার ছিলেন। তাদের থাকা মানে অমূল্য কিছুই। তারা নিজেদের দায়িত্বেই বহাল থাকবে। এ নিয়ে কোনও জটিলতা নেই।’ 

/এফআইআর/