‘ক্রিকেটের জন্য চমৎকার জায়গা বাংলাদেশ’

সাবেক অস্ট্রেলিয়ান পেসার জ্যাসন গিলেস্পি। বাংলাদেশ সফরে টেস্ট খেলে ইতিহাসই হয়ে আছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার জ্যাসন গিলেস্পি। সবশেষ খেলা সেই সিরিজে এই পেসার হাঁকিয়েছিলেন ডাবল সেঞ্চুরি। আর সেটাই ছিল তার ক্যারিয়ারের শেষ টেস্ট! সেই অস্ট্রেলিয়া দলই সামনে টেস্ট খেলতে বাংলাদেশ সফরের অপেক্ষায়। এই সফরেই বাংলাদেশে খেলার অনন্য অভিজ্ঞতা লুফে নিতে বললেন অস্ট্রেলিয়া এ দলের এই কোচ, ‘ক্রিকেট খেলার জন্য চমৎকার জায়গা বাংলাদেশ। এরা প্রায় অন্ধ ভক্ত। অন্য দলের প্রতি ওদের বেশ শ্রদ্ধা দেখা যায়।  এমনকি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদেরও ওরা ভালোবাসে।’

তিনি আরও যোগ করেন, ‘ওরা সেখানে গেলে দুর্দান্ত সময়ই উপভোগ করবে। আমি মনে করি উপভোগও করবে।’

২০০৬ সালের পর বাংলাদেশের সঙ্গে কোনও টেস্ট খেলার অভিজ্ঞতা নেই অস্ট্রেলিয়ার। তাই নতুন করে এখন যারা খেলছেন, তারা অভিষেকের অপেক্ষাতেই আছেন। সেই লক্ষ্যেই নিজের অভিজ্ঞতা থেকে প্রেরণা দিয়েছেন স্টিভেন স্মিথদের, ‘আমি আসলে ওদের ওখানে দেখতে মুখিয়ে আছি। আশা করছি, বাংলাদেশে দারুণ একটি সফর হবে।’

দেনা-পাওনা নিয়ে ঝটিলতার এখনও শেষ হয়নি। তবে আশা করা হচ্ছে সব কিছুই ইতিবাচকভাবে শেষ হবে। সেটি হলে আগামী ১৮ আগস্টেই বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া। সফরে ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ আছে একটি। এরপরেই ২৭ আগস্ট ঢাকায় প্রথম টেস্টের পর ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলবে অস্ট্রেলিয়া।

 /এফআইআর/