মাস্টার্স ক্রিকেট কার্নিভালের নিলাম শনিবার

MCC-Final-Logoআগামী ২৬ জুলাই কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় মাস্টার্স ক্রিকেট কার্নিভাল (এমসিসি)। টুর্নামেন্টের ‘প্লেয়ার্স ড্রাফট’ বা নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে।

মাস্টার্স ক্রিকেট কার্নিভালে জাতীয় দল, ‘এ’ দল কিংবা ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে কমপক্ষে ৫ বছর খেলা ক্রিকেটাররা অংশ নেওয়ার সুযোগ পাবেন।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের ৬টি দল হলো বসুন্ধরা গ্রুপ ঢাকা বিভাগ, র নেশন ঢাকা মেট্রো, ইস্পাহানি চট্টগ্রাম, একমি-রাজশাহী মাস্টার্স, টাইটানস-খুলনা মাস্টার্স এবং এক্সপো-অলস্টারস মাস্টার্স।

প্রতিযোগিতার জন্য এরই মধ্যে প্রতিটি দল আইকন সহ ৫ জন করে ক্রিকেটারকে দলে নিয়েছে। বাকি ক্রিকেটারদের নেওয়া হবে ‘প্লেয়ার্স ড্রাফট’-এর মাধ্যমে।

টুর্নামেন্টে ৬টি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। গ্রুপের সেরা দুই দল খেলবে সেমিফাইনালে। ফাইনাল হবে ২৯ জুলাই। সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

/আরআই/এএআর/