X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০২৪, ০০:১১আপডেট : ০৭ মে ২০২৪, ০০:১১

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জিততে দরকার ছয় রান, বল বাকি ১৭টি! মুম্বাই ইন্ডিয়ান্সের জয় তখন সময়ের ব্যাপার। তারপরও ম্যাচে উত্তেজনা। সূর্যকুমার যাদব সেঞ্চুরি থেকে যে ৪ রান দূরে! টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটার রাজকীয় সমাপ্তি টানলেন। টি নটরাজনের নিচু ফুল টস বল ডিপ এক্সট্রা কাভার দিয়ে উড়িয়ে মারলেন। ড্রেসিংরুমে তখন আনন্দের জোয়ার। ওই ছয়ে সূর্যকুমার সেঞ্চুরি উদযাপন করলেন এবং চার ম্যাচ পর জয়ের দেখা পেলো মুম্বাই।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে সূর্যকুমারের দুর্দান্ত ব্যাটিংয়ে আধিপত্য দেখিয়ে ফর্মে থাকা হায়দরাবাদকে হারালো মুম্বাই। ৭ উইকেটের জয়ে পয়েন্ট টেবিলের তলানি থেকে উঠে নবম স্থানে পাঁচবারের সাবেক চ্যাম্পিয়নরা। আর হায়দরাবাদ আগের ১২ পয়েন্টে চতুর্থ স্থানে।

সন্ধ্যার ম্যাচের শুরুতে ট্র্যাভিস হেড আগ্রাসী ব্যাটিংয়ে হায়দরাবাদকে ভালো শুরু এনে দেন। অভিষেক শর্মার সঙ্গে তার ৫৬ রানের ওপেনিং জুটি ভাঙার পর সফরকারীরা বিপাকে পড়ে। হার্দিক পান্ডিয়া ও পিযুষ চাওলা বল হাতে তিনটি করে উইকেট নিয়ে হায়দরাবাদকে চেপে ধরেন।

১৩৬ রানে ৮ উইকেট হারায় ২০১৬ সালের চ্যাম্পিয়নরা। হায়দরাবাদের আইপিএল ইতিহাসে প্যাট কামিন্স ও সানভির সিংয়ের গড়া নবম উইকেটে ৩৭ রানের রেকর্ড সর্বোচ্চ জুটি স্বস্তি ফেরায়। ৮ উইকেটে ১৭৩ রান করে দলটি। 

হায়দরাবাদের ওপেনার হেড ৪৮ রানের সেরা ইনিংস খেলেন। তারপর কামিন্সের ১৭ বলে দুটি করে চার-ছয়ে সাজানো ৩৫ রানের অপরাজিত ইনিংস ছিল দ্বিতীয় সর্বোচ্চ।

লক্ষ্যে নেমে ৩১ রানের মধ্যে ইশান কিষাণ, রোহিত শর্মা ও নামান ধীর বিদায় নিলে অস্বস্তিতে পড়ে যায় মুম্বাই। সেটা সহজেই কাটিয়ে ওঠে তারা সূর্যকুমার ও তিলক ভার্মার জুটিতে। চতুর্থ উইকেটে দুজনে মিলে ১৪৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

সূর্যকুমার তার সেঞ্চুরি করেছেন ৫১ বল খেলে। ১২ চার ও ৬ ছয়ে ১০২ রানে অপরাজিত ছিলেন তিনি। তার সঙ্গে তিলক খেলেন ৩৭ রানের ঝলমলে ইনিংস। ৩ উইকেটে ১৭৪ রান করে মুম্বাই।   

  

/এফএইচএম/
সম্পর্কিত
বিদায়ের পর চেন্নাই অধিনায়ক বললেন, ‘মোস্তাফিজকে মিস করেছি’
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
মুম্বাইয়ের হারের পর নিষেধাজ্ঞার কবলে হার্দিক
সর্বশেষ খবর
ওএমএস বিতরণে গাফিলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
ওএমএস বিতরণে গাফিলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের হাতাহাতির ভিডিও ভাইরাল
তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের হাতাহাতির ভিডিও ভাইরাল
দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, আয় বেড়েছে ৫৩৩৬ শতাংশ
টিআইবির বিশ্লেষণদ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, আয় বেড়েছে ৫৩৩৬ শতাংশ
বাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
স্মরণে কলিম শরাফীবাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?