রানারের সঙ্গে চুক্তি নবায়ন সাকিবের

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিব ও রানার গ্রুপের কর্মকর্তারাসাকিব আল হাসানের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছে অটোমোবাইলস ব্র্যান্ড রানার। এই চুক্তির আওতায় রানার অটোমোবাইলসের বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেলের প্রমোশনাল কার্যক্রমে অংশ নেবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

২০১২ সাল থেকে রানার গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব। এ নিয়ে তৃতীয়বার প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি।

রবিবার রাজধানীর তেজগাঁওয়ে রানারের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিব বলেছেন, ‘রানার বাংলাদেশের এক নম্বর মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড। এটিই একমাত্র ব্র্যান্ড, যারা বিদেশে বাংলাদেশি মোটরসাইকেল রফতানি করেছে। এটা দেশের মানুষের জন্য অনেক গর্বের ব্যাপার। এমন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।’

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেছেন, ‘২০১২ সালে সাকিব আল হাসানের সঙ্গে চুক্তির পর থেকেই তিনি রানার পরিবারের একজন সদস্য। সাকিব আল হাসান এবং রানার মানুষের আস্থা অর্জন করেছে।’

এসময় আরও উপস্থিত ছিলেন রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, রানার অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুকেশ শর্মা প্রমুখ।

/আরআই/এএআর/