মাহমুদউল্লাহকে নিয়ে সতর্ক বিসিবি

ফিটনেস ক্যাম্পে অনুশীলনে মাহমুদউল্লাহরবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে কোমরের ইনজুরিতে পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেদিনই জানা গিয়েছিল, ইনজুরিটা গুরুতর নয়। তবু এই অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আপাতত ৪৮ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে মাহমুদউল্লাহকে। মঙ্গলবার সকালে পর্যবেক্ষণ শেষে জানা যাবে ইনজুরির অবস্থা কেমন।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির স্পোর্টস ফিজিশিয়ান মইনুল আমিন সাংবাদিকদের বলেছেন, ‘গতকাল জিম সেশনে ওয়েট লিফটিংয়ের সময় কোমরে ব্যথা পেয়েছেন মাহমুদউল্লাহ। সঙ্গে সঙ্গে এমআরআই স্ক্যান করা হয়েছে। স্ক্যানে গুরুতর কিছু ধরা পড়েনি। দুশ্চিন্তা দূর হলেও তাকে ৪৮ ঘণ্টা বিশ্রামে রাখা হয়েছে।’

মঙ্গলবার সকালে মাহমুদউল্লাহর ইনজুরি কী অবস্থায় আছে, তা দেখা হবে বলে জানিয়েছেন বিসিবির এই চিকিৎসক, ‘আগামীকাল তিনি স্টেডিয়ামে আসবেন। আমরা তাকে ক্লিনিক্যালি রিঅ্যাসেস করবো। আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

/আরআই/এএআর/

 আরও পড়ুন:

ইনজুরিতে মাহমুদউল্লাহ