ভারতের বিশাল লিড

৭৬ রানে অপরাজিত আছেন বিরাট কোহলিপ্রথম ইনিংসেই ভারত লিড পেল ৩০৯ রানের। সঙ্গে শ্রীলঙ্কাকে ফলোঅন করানোরও সুযোগ এলো অধিনায়ক বিরাট কোহলির সামনে। যদিও বোলারদের বিশ্রাম দিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পড়ার সিদ্ধান্তই নিলেন তিনি। যেখানে তৃতীয় দিন শেষে ভারত ৩ উইকেট হারিয়ে স্কোরে জমা করেছে আরও ১৮৯ রান। যাতে দুই ইনিংস মিলিয়ে সফরকারী ভারত গল টেস্টে আপাতত লিড পেয়েছে ৪৯৮ রানের।

প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি বলেই হয়তো দ্বিতীয় ইনিংসে ভালো করার শপথ নিয়ে নেমেছিলেন অভিনব মুকুন্দ ও বিরাট কোহলি। এই দুই ব্যাটসম্যানের হাফসেঞ্চুরির ওপর ভর দিয়ে দ্বিতীয় ইনিংসেও দাপট দেখাচ্ছে ভারত। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ২৯১ রানে অলআউট হওয়ার পর তৃতীয় ‍উইকেটে তাদের ১৩৩ রানের জুটি বিশাল লিড এনে দিয়েছে ভারতকে। মুকুন্দ ৮১ রানে আউট হলেও কোহলি অপরাজিত আছেন ৭৬ রানে।

প্রথম ইনিংসে নতুন রেকর্ড গড়ে টেস্ট ক্রিকেট নতুন পথচলা শুরু করেন শিখর ধাওয়ান। ১৯০ রানের চমৎকার ইনিংস খেলা এই ওপেনার দ্বিতীয় ইনিংসে অবশ্য সুবিধা করতে পারেননি। মাত্র ১৪ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি দিলরুয়ান পেরেরার বলে। তার মতোই প্রথম ইনিংসে কার্যকরী ভূমিকা রাখা চেতশ্বর পূজারাও ব্যর্থ! আগের ইনিংসে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান ১৫ রানে আউট হলে ৫৬ রানে ২ উইকেট হারায় ভারত।

আগের ইনিংসে রান পেয়েছিলেন বলেই হয়তো দ্বিতীয় ইনিংসে ধাওয়ান-পূজারা জায়গা ছেড়ে দিলেন কোহলি-মুকন্দের জন্য। তারাও নিজেদের প্রমাণের জন্য লেগে পড়লেন। দুর্দান্ত ব্যাটিংয়ে কোহলি-মুকুন্দ চাপ কাটিয়েও উঠলেন। ধৈর্যশীল ব্যাটিংয়ে নিজের সঙ্গে দলের রান বাড়িয়ে নেন তারা। তৃতীয় দিনের একেবারে শেষ মুহূর্তে মুকুন্দ এলবিডাব্লিউয়ের ফাঁদে না পড়লে তাদের ১৩৩ রানের জুটিটা যেতে পারতো আরও অনেক দূর। আউট হওয়ার আগে এই ওপেনার ১১৬ বলে খেলেন ৮১ রানের ইনিংস। তার আউটের পরপরই দিনের খেলা শেষের ঘোষণা দেন আম্পায়াররা।

এর আগে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ২৯১ রানে। দিলরুয়ান পেরেরা সঙ্গী পেলে স্কোরটা আরও বাড়তেই পারতো স্বাগতিকদের। ৯২ রান করে তিনি অপরাজিত থাকলেও শ্রীলঙ্কা অলআউট হয়ে যায়। স্বাগতিকরা ৯ উইকেট হারালেও অলেসা গুনারত্নে ব্যাট করতে পারেননি ইনজুরিতে ছিটকে যাওয়ার। দিলরুয়ানের সঙ্গে অ্যাঞ্জেলো ম্যাথুজের ৮৩ রানের ইনিংস কার্যকরী ভূমিকা রেখেছে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে। ক্রিকইনফো

/কেআর/