X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

বাংলাদেশের বক্সার উৎসবের দারুণ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৪, ১৭:১০আপডেট : ২৬ মে ২০২৪, ১৭:১০

বাংলাদেশের বক্সার উৎসব আহমেদের বিজয় দিয়ে শেষ হলো বক্সিং ইভেন্ট ‘বেক্সিমকো এক্সেল বক্সিং চ্যাম্পিয়নশিপ (এক্সবিসি) ৩.০'। রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে এবারের আয়োজনে ইরান, ভারত, তানজানিয়া ও চীন থেকে আসা বক্সাররা লড়াই করেছেন।

এক্সবিসির এই তৃতীয় বক্সিং আসরে মূল আকর্ষণ ছিল ডব্লিউবিসি (ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল) বেল্টের জন্য প্রথমবারের মতো কোনও বাংলাদেশি বক্সারের লড়াই। রাতের শেষ ম্যাচটিতে ডব্লিউবিসি এশিয়া সিলভার সুপার ফ্লাইওয়েট শিরোপা জিতে নেন উৎসব। সুপার ফ্লাইওয়েট বিভাগে উৎসবের বিপক্ষে ছিলেন ভারতীয় বক্সার মাজহার হুসেন। আট রাউন্ডের এই বাউটের লড়াই শুরু থেকেই দর্শকদের মাতিয়ে রাখে। জিতে যান উৎসব।

বাংলাদেশের বক্সার মোকসেদুল রানা প্রতিদ্বন্দ্বিতা করেন টমাস গুইলেমেটের সঙ্গে, তবে জিততে পারেননি স্বাগতিক বক্সার। মিনিমাম ওয়েট ক্যাটাগরিতে লড়াই করেন বক্সার আমরানুল ফয়সাল ও হোসেন। ছয় রাউন্ডের এই বাউটে শেষমেশ জিতে যান হোসেন।

অন্যদিকে, ইরানের বক্সার মাহদি সারবাজের বিপক্ষে লড়াই করেন বাংলাদেশের অন্যতম প্রতিভাবান বক্সার ইমন থংচয়ঙ্গা। আক্রমণ এবং পাল্টা আক্রমণে ভরা এই বাউটটি হয়ে উঠে দারুণ উত্তেজনাকর। সুপার মিডল ক্যাটাগরিতে মোট চার রাউন্ডের এই বাউটে জয়ী হন বাংলাদেশের ইমন।

বক্সিংয়ের এই টুর্নামেন্টটি শুরু হয় মোহাম্মদ ইয়াসিন ও শিহাবের ব্যান্টামওয়েট ক্যাটাগরির লড়াই দিয়ে। যেখানে জয়ী হন বক্সার ইয়াসিন। দ্বিতীয় বাউটে হয় নারী বক্সারদের একটি ম্যাচ। ফেদারওয়েট বিভাগের এই বাউটে বক্সার নওশিন তাসনিমকে হারিয়ে জয়ী হন বক্সার রিমা সরকার। সুপারলাইট ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশের আরও দুই বক্সার লালক্সাম সাং ও রতন কুমার। এতে বিজয়ী হন রতন কুমার। অন্যদিকে, মিনিমাম ওয়েট ক্যাটাগরিতে বক্সার সানজিদা জান্নাত জয়ী হন রুবিনা আখতারের বিপক্ষে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
নির্দিষ্ট স্থানে কোরবানি: ডিএনসিসির উদ্যোগে সাড়া দেয়নি এলাকাবাসী
নির্দিষ্ট স্থানে কোরবানি: ডিএনসিসির উদ্যোগে সাড়া দেয়নি এলাকাবাসী
ঈদে বাড়ি যাওয়ার পথে খুন হলেন কাশিমপুর কারাগারের কর্মকর্তা
ঈদে বাড়ি যাওয়ার পথে খুন হলেন কাশিমপুর কারাগারের কর্মকর্তা
২৪ বছরের আক্ষেপ নিয়ে ইউরো মিশনে ফ্রান্স
২৪ বছরের আক্ষেপ নিয়ে ইউরো মিশনে ফ্রান্স
সর্বাধিক পঠিত
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের
গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ