শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত

আরও একটি উইকেট, অশ্বিনকে অভিনন্দন জানালেন কোহলিরাভারতের বিপক্ষে শেষ টেস্টেও দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। পাল্লেকেলেতে তারা হেরেছে ইনিংস ও ১৭১ রানে। তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ তে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে ভারত।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ১৯ রানে ১ উইকেট হারিয়ে সোমবার তৃতীয় দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। ১৮১ রানে অলআউট হয়ে যায় তারা।

এদিন স্কোরবোর্ডে ২৬ থেকে ৩৯ রানে শ্রীলঙ্কার তিনজন ব্যাটসম্যান আউট হন। এর পর অধিনায়ক দিনেশ চান্ডিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুজের ৬৫ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল। চান্ডিমাল (৩৬) দলের ১০৪ রানে আউট হলে আবার ব্যাটিং ধসের মুখোমুখি হয় লঙ্কানরা। ম্যাথুজ ৩৫ রানে পরের শিকার।

রবীচন্দ্রন অশ্বিনের স্পিন ও মোহাম্মদ সামির পেসে শ্রীলঙ্কার শেষ ৬ উইকেট পড়েছে ৭৭ রানে। নিরোশান ডিকবেলা ৫২ বলে ইনিংস সেরা ৪১ রান করেন।

রবীচন্দ্রন অশ্বিন ৬৮ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার দুর্দশা বাড়ান। ১৫ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট শিকার করে তাকে সঙ্গ দেন মোহাম্মদ সামি।

প্রথম ইনিংসে ভারতের ৪৮৭ রানের জবাবে মাত্র ১৩৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফলোঅনে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেও প্রতিরোধ গড়তে পারেনি তারা।

গলে প্রথম টেস্টে ৩০৪ রানে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে ইনিংস ও ৫৩ রানে জিতে সিরিজ নিশ্চিত করে তারা।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: প্রথম ইনিংস- ৪৮৭ (ধাওয়ান ১১৯, রাহুল ৮৫, কোহলি ৪২, পান্ডিয়া ১০৮; সান্দাকান ৫/১৩২, পুষ্পাকুমারা ৩/৮২)

শ্রীলঙ্কা: প্রথম ইনিংস- ১৩৫ (চান্ডিমাল ৪৮, ডিকবেলা ২৯, কুলদীপ ৪/৪০) ও দ্বিতীয় ইনিংস ১৮১ (চান্ডিমাল ৩৬, ম্যাথুজ ৩৫, ডিকবেলা ৪১; সামি ৩/৩২, অশ্বিন ৪/৬৮)

ফল: ভারত ইনিংস ও ১৭১ রানে জয়ী

সিরিজ: ভারত ৩-০ তে জয়ী

ম্যাচসেরা: হার্দিক পান্ডিয়া

সিরিজসেরা: শিখর ধাওয়ান

/এফএইচএম/