নিজেকে ফিরে পাওয়ার লড়াই মুমিনুলের

মুমিনুল হকভিভ রিচার্ডসের পাশে মুমিনুল হকের নাম! বিস্ময়কর হলেও সত্যি, টেস্ট ক্রিকেটের একটি অর্জনে ক্যারিবীয় কিংবদন্তির সঙ্গে উচ্চারিত হয় বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যানের নাম। অথচ টানা ১১ টেস্টে হাফসেঞ্চুরি করে রিচার্ডস, বীরেন্দর শেবাগ আর গৌতম গম্ভীরের পাশে দাঁড়ানো মুমিনুল বাংলাদেশের শততম টেস্টে একাদশেই সুযোগ পাননি। গত মার্চে কলম্বোর সেই ঐতিহাসিক ম্যাচে ইনজুরি নয়, তার বাইরে থাকার কারণ ছিল অনুজ্জ্বল পারফরম্যান্স। তবে অতীত নিয়ে পড়ে থাকতে চান না মুমিনুল। নিজেকে ফিরে পেতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মুমিনুলের কণ্ঠে ফুটে উঠল প্রত্যয়, ‘একজন ব্যাটসম্যান যত বড়ই হোক, তার পক্ষে সবসময় পারফরম্যান্সের গ্রাফ উঁচুতে রাখা সম্ভব নয়। একটা সময় গ্রাফ নিচে নামলে সেটা ওঠাতে পরিশ্রম করতে হয়। আমিও চেষ্টা করছি, ইনশাআল্লাহ ওভারকাম করতে পারবো।’ 

গত সপ্তাহে চট্টগ্রামে তিনদিনের প্রস্তুতি ম্যাচে ৭৩ রান এসেছিল তার ব্যাট থেকে। শুরুতে কিছুটা অস্বস্তিতে থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছিলেন তিনি। তবে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ লুকিয়ে রাখতে পারেননি মুমিনুল, ‘হ্যাঁ, ১০০ করতে পারিনি বলে আফসোস তো হচ্ছেই। আমার কাছে মনে হয়, আরেকটু সতর্ক হতে পারলে নিজের পাশাপাশি টিমের জন্যও ভালো। পরেরবার ইনিংস আরও বড় করারচেষ্টা করবো।’

মুমিনুল এখন তাকিয়ে ১৬ আগস্ট শুরু হতে যাওয়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের দিকে, ‘আরেকটা অনুশীলন ম্যাচ আছে, চেষ্টা করবো ওই ম্যাচে ভালো খেলতে। আপাতত অনুশীলন করছি। অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পাবো কিনা তা নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপরে।’

বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের অভিযোগ, অফস্পিনের বিপক্ষে মুমিনুল তেমন স্বচ্ছন্দ নন। অফস্পিনে আলাদা করে অনুশীলন করছেন কিনা জানতে চাইলে তার উত্তর, ‘না, আলাদা করে অনুশীলন করছি না। এসব নিয়ে ভাবলে আত্মবিশ্বাসে চিড় ধরার আশঙ্কা থাকে। নিজের ওপর আত্মবিশ্বাস থাকা জরুরি।’

নাথান লিয়নের মতো সফল অফস্পিনার ছাড়াও কয়েকজন দুর্দান্ত পেসার নিয়ে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। ক্রিকেটের সফলতম দলের বিপক্ষে নিজেকে ভালোভাবেই প্রস্তুত করছেন মুমিনুল, ‘নিয়মিত ব্যাটিং করছি নেটে। পুরোনো বল আর নতুন বল ছাড়াও বোলিং মেশিনে ব্যাটিং করছি।’ 

/আরআই/এএআর/