ঢাকায় এসেই ব্যস্ত স্পিন কোচ যোশি

ঢাকায় এসেই তাইজুল-মিরাজদের নিয়ে মাঠে নেমে পড়েছেন সুনীল যোশিস্টুয়ার্ট ম্যাকগিলকে স্পিন বোলিং কোচের দায়িত্ব দিতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার এখন বাংলাদেশে আসতে রাজি নন। বিসিবি তাই সুনীল যোশির দ্বারস্থ হয়েছে। ভারতের সাবেক বাঁহাতি স্পিনারও বিমুখ করেননি বাংলাদেশকে। ঢাকায় এসে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সভায় বসেন যোশি। সভা শেষে নেমে পড়েন মাঠে,  স্পিন বোলিং নিয়ে মূল্যবান পরামর্শ দেন সাকিব-মিরাজ-তাইজুলদের।

যোশিকে অবশ্য দীর্ঘ মেয়াদে নয়, দু মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘তার সঙ্গে আমরা দীর্ঘ মেয়াদি চুক্তিতে যাইনি। তার উপস্থিতিতে আমাদের স্পিনাররা উপকৃত হলে দীর্ঘ মেয়াদে চুক্তি করা হবে।’

গত বছরের আগস্টে শ্রীলঙ্কার রুয়ান কালপাগেকে বরখাস্ত করার পর থেকেই একজন স্পিন কোচ খুঁজছিল বিসিবি। এ ব্যাপারে বোর্ড কর্মকর্তারা অনিল কুম্বলের সাহায্য চেয়েছিলেন। ভারতের সাবেক তারকাই সুপারিশ করেছিলেন যোশির নাম। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ-ভারত হায়দরাবাদ টেস্টের সময় তার সঙ্গে কথাও বলেছিলেন আকরাম খান। শ্রীলঙ্কা সফরে টাইগারদের স্পিন কোচের দায়িত্ব নিতে রাজি হয়েছিলেন যোশি। কিন্তু সেবার দু পক্ষের মধ্যে সমঝোতা হয়নি।

১৫ টেস্টে ৪১ এবং ৬৯ ওয়ানডেতে ৬৯টি উইকেট নেওয়া যোশির ব্যাটিংয়ের হাতও ভালোই ছিল। ২০০০ সালের নভেম্বরে বাংলাদেশের অভিষেক টেস্টে ৮ উইকেট শিকারের পাশাপাশি ৯২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতের জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। ২০১২ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া যোশি ভারতের রাজ্য দল জম্মু ও কাশ্মিরের কোচ ছিলেন। কিছু দিন ওমানের স্পিন কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।