দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার ভালো লক্ষণ দেখছেন সরফরাজ

সরফরাজ আহমেদএখন পর্যন্ত পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার সুবাতাস বইছে। তিন বছরের জন্য বোর্ড প্রধানের দায়িত্ব নিয়ে নাজাম শেঠী শুরুতেই ভালো কিছু খবর দিয়েছেন। দুইদিন আগে তিনি জানান, সেপ্টেম্বরে বিশ্ব একাদশের বিপক্ষে লাহোরে একটি ম্যাচ আয়োজনে নিরাপত্তার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে পাঞ্জাব সরকার। এছাড়া অক্টোবর ও নভেম্বরে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের নিশ্চয়তা পেয়েছে পিসিবি। অধিনায়ক সরফরাজ আহমেদ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

আগামী তিন মাসের এ কয়েকটি সিরিজ দেশের ক্রিকেট ও ভক্তদের জন্য খুব গুরুত্বপূর্ণ স্বীকার করেছেন সরফরাজ, ‘আগামী মাসে বিশ্ব একাদশ পাকিস্তান সফরে আসবে, এটা ভালো খবর। একইভাবে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সফর পাকিস্তানের ক্রিকেট ও ভক্তদের জন্যও গুরুত্বপূর্ণ।’

পাকিস্তানকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতানো সরফরাজের মতে, দেশের মাটিতে খেলতে পারলে দলের আত্মবিশ্বাসের জায়গাটা আরও শক্ত হবে। তিনি বলেছেন, ‘দেশের মাটিতে দর্শকদের সামনে আন্তর্জাতিক ম্যাচ খেলার দারুণ সুযোগ পাবে আমাদের তরুণরা। এটা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে অনেক।’

২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কান টিম বাসে সন্ত্রাসী হামলার পর গত ৮ বছরে কেবল জিম্বাবুয়ে, আফগানিস্তান ও কেনিয়ার মতো নিচের সারির দলগুলো গেছে পাকিস্তান। সরফরাজের বিশ্বাস, বিশ্ব একাদশে থাকবে তারকা ক্রিকেটাররা। যাদের হাত ধরে খুলে যাবে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার দরজা, ‘বিশ্ব একাদশের হয়ে বিখ্যাত ক্রিকেটাররা খেলতে আসবে পাকিস্তানে। আমি তাদের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতা আশা করছি।’ ডন