‘যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে খেলা’

তৃতীয় দিন এমন দৃশ্যের প্রত্যাশায় বাংলাদেশচট্টগ্রাম টেস্টে বাংলাদেশ তেমন স্বস্তিতে নেই। প্রথম দিন ভালো ব্যাটিং করলেও মঙ্গলবার অলআউট হয়ে গেছে ৩০৫ রানে। জবাবে ২ উইকেটে ২২৫ রানে দ্বিতীয় দিন শেষ করা অস্ট্রেলিয়ার সামনে লিড নেওয়ার হাতছানি। তবে ক্ষণে ক্ষণে রং বদলের ওপরেই টেস্ট ক্রিকেটের আসল সৌন্দর্য লুকিয়ে। নাসির হোসেনের দৃঢ় বিশ্বাস, বুধবার টাইগাররা ঘুরে দাঁড়াবেই।  

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তেমন আশাবাদই ফুটে উঠলো তার কণ্ঠে, ‘আমরা এখনও ৮০ রানে এগিয়ে আছি। ক্রিকেট এমন একটা খেলা, যেখানে আগে থেকে কিছুই বলা যায় না। আমরা কিছুটা ব্যাকফুটে আছি, তবে টেস্টে এক-দেড় ঘণ্টাতেই অনেক কিছু বদলে যায়। আজ কিন্তু বোলাররা খারাপ করেনি। কাল যে কোনও মুহূর্তে খেলা বদলে যেতে পারে।’

ঢাকা টেস্ট শেষ হয়েছিল সাড়ে তিন দিনে। তবে চট্টগ্রামের উইকেট দেখে নাসিরের ধারণা, পঞ্চম দিনে গড়াবে ম্যাচটা, ‘কাল বা পরশু রেজাল্ট হবে না, খেলা পাঁচ দিনে যাবে। আমরা অবশ্য রেজাল্ট নিয়ে চিন্তা করছি না। আমরা শুধু নিজেদের নিয়ে চিন্তা করছি।’