টেস্টকে বিদায় বললেন দুমিনি

জেপি দুমিনিইংল্যান্ড সফরের প্রথম টেস্টের পর তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল দেশে। দক্ষিণ আফ্রিকায় ফিরেই হয়তো ভাবনাটা শুরু করেন জেপি দুমিনি। শেষমেশ সিদ্ধান্তও নিয়ে ফেললেন প্রোটিয়া ব্যাটসম্যান। শনিবার ঘোষণা দিলেন, টেস্ট ক্রিকেট আর খেলবেন না তিনি। সাদা পোশাককে বিদায় জানালেও দক্ষিণ আফ্রিকার হয়ে সীমিত ওভারের খেলা চালিয়ে যাবেন দুমিনি।

চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জুলাইয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। লর্ডসের প্রথম টেস্টে প্রোটিয়াদের একাদশে ছিলেন দুমিনি। যদিও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি, প্রথম ইনিংসে ১৫ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ২ রান। দ্বিতীয় টেস্টে একাদশের বাইরে চলে যাওয়া ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দেয় দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট। লর্ডসের ওই টেস্টটাই তাই হয়ে রইল দুমিনির ক্যারিয়ারের শেষ পাঁচ দিনের ম্যাচ।

শুধু টেস্ট নয়, একেবারে প্রথম শ্রেণির ক্রিকেট থেকেই অবসর নিয়েছেন দুমিনি। দীর্ঘ ১৬ বছর কাটানো কেপ কোরবাসের হয়েও আর সাদা পোশাকে দেখা যাবে না তাকে। অবসরের ঘোষণা দিয়েছেন দুমিনি এভাবে, ‘অনেক লম্বা ও সতর্ক আলোচনা শেষে আমি সিদ্ধান্ত নিয়েছি প্রথম শ্রেণি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার। দেশের হয়ে ৪৬ টেস্টে এবং কেপ কোবরাসের হয়ে পারফরম করাটা সবসময় উপভোগ করেছি, যেটা আমার জন্য অনেক গর্বের।’

সীমিত ওভার ক্রিকেটের দিকে বেশি নজর দিতেই অবসরের সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দুমিনির, ‘সামনের বছরগুলোতে আমার নজর থাকবে সীমিত ওভারে দক্ষিণ আফ্রিকা ও কেপ কোবরাসের হয়ে সাফল্য। একই সঙ্গে আমার ছোট্ট পরিবারের সঙ্গে সময় কাটানোর।’

২০০৮ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট আঙিনায় পা রাখেন দুমিনি। ২০১৭ সালে শেষ হওয়া এই পথচলায় তিনি খেলেছেন ৪৬ টেস্ট। যেখানে ব্যাট হাতে ৬ সেঞ্চুরিতে ৩২.৮৫ গড়ে করেছেন ২,১০৩ রান। পার্ট-টাইম বোলার হিসেবেও ছিলেন দুর্দান্ত, যার প্রমাণ তার নামের পাশে যোগ হওয়া ৪২ উইকেট। ক্রিকইনফো