আইসিসির নতুন নিয়মে চিন্তিত মুশফিক

mushfiq-picবদলে যাচ্ছে ক্রিকেট মাঠের নিয়ম। ব্যাটের মাপ, ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ও ডিসিপ্লিনারি নিয়মে আসছে বদল। ২৮ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট কমিটির অনুমোদিত নতুন এই আইনের আনুষ্ঠানিক প্রয়োগ হবে শুরু। নতুন এই নিয়ম নিয়ে চিন্তিত মুশফিক। বাংলাদেশের টেস্ট অধিনায়কের বড় দুশ্চিন্তাটা ব্যাটের মাপ নিয়ে।

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ব্যাটের পুরুত্ব হবে ৬৭ মিলিমিটার, সেই সঙ্গে ব্যাটের প্রান্তগুলোর নির্ধারিত মাপ থাকবে ৪০ মিলিমিটার। মাঠে দায়িত্বে থাকা আম্পায়াররা বিশেষ এক ছাঁচের মাধ্যমে মাপবেন ব্যাটের পুরত্ব। মুশফিকের শঙ্কার কারণ হলো, ব্যাটগুলোর মাপ ঠিকমতো না হলে সমস্যায় পড়তে হবে। মিরপুরের সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়কের বক্তব্য, ‘নতুন নিয়মগুলো জানি। যে কয়েকয়টা ব্যাট দিয়ে খেলেছি, সেগুলো ঠিক হবে কিনা, সেটা নিয়ে চিন্তায় আছি। এটাও একটা চ্যালেঞ্জের বিষয়।’

শুধু তাই নয়, মাঠে খারাপ আচরণ করলে শাস্তি পেতে হবে খেলোয়াড়কে। আম্পায়ারদের দেওয়া হয়েছে বিশেষ ক্ষমতা। কোনও ক্রিকেটার ‘ডিসিপ্লিনারি কোড’ ভাঙলে তাকে মাঠ থেকে বের করে দিতে পারবেন আম্পায়াররা। যার ফলে কমতে পারে স্লেজিংয়ের মতো ঘটনা। মুশফিক অবশ্য মনে করেন স্লেজিং কমবে না, অন্য কোনও উপায় ঠিকই আবিষ্কার হয়ে যাবে, ‘(স্লেজিং) কমতে পারে; তবে খুব যে কমবে, তা নয়। অনেক সময় ক্যামেরাতে পড়ে গেলে মাঠের বাইরে বের হয়ে যাওয়ার চান্স আছে। কেউ তো আর চাইবে না মাঠের বাইরে যেতে। আমার মনে হয় নিয়মের ভেতর থেকেই স্লেজিংটা হবে।’

এগুলো ছাড়াও টেস্ট-ওয়ানডের মত এখন থেকে টি-টোয়েন্টিতেও থাকবে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। রিভিউ সিস্টেমের পাশাপাশি রান আউটের নিয়মেও এসেছে কিছু সংশোধনী। সব মিলিয়ে নতুন নিয়মগুলোর সঙ্গে দ্রুত মানিয়ে নিতে চায় মুশফিক, ‘যেহেতু নতুন, তাই একটু এদিক-ওদিক হতে পারে। চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি মানিয়ে নেওয়া য়ায়। দ্রুত মানিয়ে নিতে পারলেই আমরা ভালো অবস্থানে থাকতে পারব।’