মিরপুরের ‘বাজে’ আউটফিল্ড নিয়ে বিসিবির ব্যাখা


মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামযে মাঠে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে উল্লাসে মেতে উঠেছিল সারা বাংলাদেশ, সেই মাঠের আউটফিল্ড কিনা ‘ত্রুটিপূর্ণ’! গত মাসে অনুষ্ঠিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচের ভেন্যু মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের আউটফিল্ড ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করেছে আইসিসি। গত ১৪ সেপ্টেম্বর এ বিষয়ে বিবৃতি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দুই সপ্তাহের মধ্যে ‘নিজেদের পক্ষে’ যুক্তি উপস্থাপন করতে বলেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এরই মধ্যে আইসিসির কাছে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিসিবি।

বুধবার এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘কোনও আন্তর্জাতিক ম্যাচ শেষ হওয়ার পর ম্যাচ রেফারি আইসিসিকে একটি প্রতিবেদন জমা দেয়। সেখানে আউটফিল্ড বা পিচ বিষয়ক প্রতিবেদনে যদি খারাপ কিছু থাকে, তাহলে আয়োজক দেশের ব্যাখ্যা দেওয়ার ব্যাপার থাকে। আমরা আইসিসির রিপোর্ট পেয়েছি। তারা শেরে বাংলার আউটফিল্ডকে বাজে বলেছে। আমরা এরই মধ্যে এ বিষয়ে আইসিসিকে একটা রিপোর্ট দিয়েছি।’

শেরে বাংলা স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে নেতিবাচক রিপোর্টে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হলো কিনা এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘আপনারা জানেন, গত চার-পাঁচ মাসে বাংলাদেশে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে সময়মতো মাঠ প্রস্তুত করা ভীষণ চ্যালেঞ্জিং ছিল। তারপরও আমরা চেষ্টা করেছি। আমাদের গ্রাউন্ডস কমিটি অনেক কষ্ট করে কাজ করেছে। আবহাওয়া বৈরি না থাকলে হয়তো এমন অবস্থা হতো না।’

আত্মপক্ষ সমর্থনের সুরে বিসিবির প্রধান নির্বাহীর মন্তব্য, ‘২০০৫ সালে আইসিসির অনুমোদন পাওয়ার পর থেকে এতদিন শেরে বাংলা নিয়ে কোনও অভিযোগ পাইনি। এই মাঠে বেশ কয়েকটি বড় টুর্নামেন্ট হয়েছে। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হয়েছিল মিরপুরে। পরপর তিনটি এশিয়া কাপ আমরা এখানেই আয়োজন করেছি। মাঠের প্রস্তুতিতে কোনও ঘাটতি ছিল বলে মনে করি না। আইসিসি কিন্তু শুধু ঘাস নিয়ে অভিযোগ করেছে। বাকি সব কিছু ঠিক আছে। আশা করি, সময়ের সঙ্গে-সঙ্গে আউটফিল্ড ভালো হয়ে যাবে।’