X
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

ফতুল্লায় অপ্রীতিকর ঘটনা, রাজার রেকর্ড বোলিংয়ে প্রাইম ব্যাংকের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৪, ১৮:২৮আপডেট : ০৬ মে ২০২৪, ১৮:২৮

'লিস্ট এ' ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে জেতালেন পেসার রেজাউর রহমান রাজা। সোমবার ফতুল্লায় আগে ব্যাটিং করে প্রাইম ব্যাংক ২৭১ রানের লক্ষ্য দেয় শেখ জামালকে। মাঝারি মানের এই লক্ষ্যে খেলতে নেমে রাজার বোলিংয়ে মাত্র ৭১ রানে অলআউট হয় নুরুল হাসান সোহান-সাকিব আল হাসানদের শেখ জামাল। আর তাতেই ১৯৯ রানের বড় জয় পায় তামিম-মুশফিকদের প্রাইম ব্যাংক। 

ফতুল্লায় এদিন অপ্রীতিকর এক ঘটনা ঘটে গেছে। ম্যাচ শুরুর আগে মেজাজ হারান সাকিব। প্রাইম ব্যাংক কোচ সালাহ উদ্দিন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন তিনি। তখন হঠাৎ সেলফি তুলতে আসেন এক ভক্ত। প্রথমবার তাকে মানা করলেও কথা শোনেননি তিনি। এরপরই মেজাজ হারিয়ে ফেলেন সাকিব। তবে মেজাজ হারালেও নিজের ওপর নিয়ন্ত্রণ ছিল তার। থাপ্পড় মারার জন্য হাত তুলতে গিয়েও নিজেকে সামলে নেন তিনি। এমন ঘটনার পর প্রিমিয়ার লিগের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। 

ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শেখ জামাল। হাসান মাহমুদের বলে দুই ওপেনারকে হারায় গতবারের রানার্সআপরা। এরপরই শুরু হয় রাজার তোপ। তার গতিতে মুখ থুবড়ে পড়েন শেখ জামালের ব্যাটাররা। ফজলে মাহমুদ রাব্বিকে দিয়ে শুরু। এরপর একে একে সাকিব, সোহান, তাইবুর রহমান, রিপন মন্ডল, আবেদুর রহমান রাব্বি, ইয়াসির আলী রাব্বি ও শফিকুল ইসলামকে সাজঘরের পথ দেখান। মাত্র ৬.৩ ওভারে ২৩ রান খরচায় ৮ উইকেট নিয়ে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসটাই বদলে ফেলেন রাজা। 

শেখ জামালের মাত্র দুইজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। ইয়াসির আলী রাব্বি ১৬ এবং সৈকত আলী ১২ রানের ইনিংস খেলেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাকিব রাজার বলে এই ম্যাচে গোল্ডেন ডাক মারেন। রাজার রেকর্ড বোলিংয়ে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে এসে দারুণ এক জয় পায় প্রাইম ব্যাংক। 

এর আগে ২০১৮ সালে ইয়াসিন আরাফাত ৪০ রান খরচায় ৮ উইকেট নিয়েছিলেন। ২০০৪ সালে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে আব্দুর রাজ্জাক ১৭ রানে নিয়েছিলেন ৭ উইকেট। চলতি বছর মোহামেডানের আবু হায়দার রনি ৫৮ রান খরচায় নেন সাতটি উইকেট। তবে লিস্ট ‘এ’ ক্রিকেটে সেরা বোলিংয়ের বিশ্বরেকর্ড ভারতের বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিমের। তিনি ঝাড়খান্ডের হয়ে রাজস্থানের বিপক্ষে ২০১৮ সালে ১০ রানে ৮ উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় প্রাইম ব্যাংক। ভালো শুরুর ইঙ্গিত দিয়েও দুই ওপেনার ৩১ রানের বেশি যোগ করতে পারেননি। শাহাদাত হোসেন দিপু ১২ ও তামিম ইকবাল ২২ রানে আউট হন। তবে তৃতীয় উইকেট জুটিতে মুশফিকুর রহিম ও জাকির হাসান মিলে গড়েন ১৩৩ রানের জুটি। জাকির হাসান ৯৫ বলে ৮৫ রান করে আউট হলে জুটি ভাঙে তাদের। এরপর মুশফিক দায়িত্ব নিয়ে খেলে দলের স্কোরকে নিয়ে যান আড়াইশ রানের কাছাকাছি। ৯৪ বলে ৭৮ রান করে অষ্টম ব্যাটার হিসেবে আউট হন তিনি। শেষ পর্যন্ত প্রাইম ব্যাংক ২৭০ রানের স্কোর দাঁড় করাতে পারে।

শেখ জামালের বোলারদের মধ্যে শফিকুল, সাকিব, আরিফ আহমেদ ও তাইবুর রহমান দুটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
দুই ম্যাচ হেরে শাইনপুকুরের প্রথম বিভাগে অবনমন
গুলশানকে হারিয়ে আরও এগিয়ে গেলো আবাহনী
পঁচিশেই সেঞ্চুরির ‘হাফ সেঞ্চুরি’, বিজয়ের প্রতিজ্ঞা পূরণ
সর্বশেষ খবর
বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বিশেষ ভ্যান চালু
বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বিশেষ ভ্যান চালু
আ.লীগ হত্যাকারী সংগঠন, আমরা তাদের ফিরতে দেবো না
এনসিপির বিক্ষোভআ.লীগ হত্যাকারী সংগঠন, আমরা তাদের ফিরতে দেবো না
কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বাগছাসের আমরণ অনশন
কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বাগছাসের আমরণ অনশন
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়
সর্বাধিক পঠিত
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
শাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের
ছয় মাসে ১৪২৪ মোবাইল জব্দশাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের