জাতীয় লিগে মনিরের ৭ উইকেট

৭ উইকেট নিয়েছেন মনিরমনির হোসেন দ্বিতীয় দিনের মতো প্রথম দিন জ্বলে উঠলে খুলনাকে বিপদেই পড়তে হতো। বরিশালের এ বাঁহাতি স্পিনার দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন শনিবার। কিন্তু তার আগেই মাহাদী হাসান ও তুষার ইমরানের ২৭২ রানের বিশাল জুটিতে শক্ত ভিত গড়েছিল খুলনা। তাই শেষ ৭ উইকেট ৭৩ রানের ব্যবধানে হারালেও প্রথম ইনিংসে ৪৪৪ রানের পাহাড় গড়তে পেরেছে তারা। অবশ্য জবাব দিতে নেমে বিপদেই পড়েছে বরিশালের ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিন তারা শেষ করেছে ৬ উইকেটে ১৭১ রানে।

৩ উইকেটে ৩৪৮ রানে শনিবারের খেলা শুরু করেছিল খুলনা। দলের ৩৭১ রানে মোহাম্মদ মিথুন ২০ রানে আউট হন। মনির তাকে আল-আমিনের ক্যাচ বানান। এরপর একে একে বাকি ৬ উইকেট তুলে নেন এ বাঁহাতি স্পিনার। ৩১ বছর বয়সী মনির প্রথম শ্রেণীতে ক্যারিয়ার সেরা বোলিং করেন ৭ উইকেট নিয়ে। ৩৪.৩ ওভারে ৬টি মেডেন দিয়ে মাত্র ৮৫ রান দিয়েছেন তিনি।

খুলনার মাহাদী ১৭৭ রানের ইনিংস সেরা পারফরম্যান্স করেন ২৯০ বলে, ১৬ চার ও ২ ছয়ে।

দ্বিতীয় সেশনে বরিশাল খেলতে নেমে মাত্র ১৩ রানে ৩ উইকেট হারায়। প্রথম আঘাত হানেন মাশরাফি মুর্তজা। প্রথম ওভারেই আবু সায়েমকে ফেরান তিনি। এরপর আবদুর রাজ্জাক ও আল-আমিনের জোড়া আঘাতে ৯১ রানের মধ্যে ৬ উইকেট হারায় বরিশাল। এ ধাক্কা সামলাতে ব্যাটিংয়ে হাল ধরেছেন রাফসান আল মাহমুদ ও মোহাম্মদ নুরুজ্জামান। রাফসান ৫৮ ও নুরুজ্জামান ৫২ রানে অপরাজিত আছেন।

টায়ার ১ এ রংপুর ও ঢাকা বিভাগের অন্য ম্যাচটি বৃষ্টির কারণে দ্বিতীয় দিনও হয়নি।