রানের পাহাড় গড়ছে চট্টগ্রাম

রাজশাহী ও চট্টগ্রামের ম্যাচ চলছেটায়ার-২ এ রাজশাহীর বিপক্ষে রানের পাহাড় গড়ছে চট্টগ্রাম। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা তারা শেষ করেছে ৮ উইকেটে ৪১৯ রানে।

২ উইকেটে ৬৭ রানে প্রথম দিনের খেলা শেষ করেছিল চট্টগ্রাম। তাসামুল হক ও ইয়াসির আলী দ্বিতীয় দিন শুরু করেন শক্ত হাতে। ১১৩ রানের জুটি গড়েন তারা দুজন। ১৭৬ বলে ৩৭ রানে তাসামুল রান আউট হলে এ জুটি ভাঙে। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় ইয়াসিরকে। ৯৪ রানে শরিফুল ইসলামের শিকার হন তিনি।

এরপর অধিনায়ক ইরফান শুক্কুর ও সাজ্জাদুল হকের ফিফটিতে চারশ’র উপর রান তোলে চট্টগ্রাম। ৬৫ রান করেন ইরফান। সাজ্জাদ করেন ৬৮ রান। ৪৩ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন ইফতেখার সাজ্জাদ রনি। কাজী কামরুল ৩২ রানে অপরাজিত খেলছেন। ১১ রানে তার সঙ্গে তৃতীয় দিন ব্যাট করতে নামবেন মেহেদী হাসান রানা।

শনিবার দুটি করে উইকেট নিয়ে রাজশাহীর সবচেয়ে সফল বোলার সাকলাইন সজীব ও নাজমুল হোসেন।

টায়ার ২ এর অন্য ম্যাচে এখনও মুখোমুখি হতে পারেনি সিলেট ও ঢাকা মেট্রো। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনও খেলা হয় পরিত্যক্ত।