আয়ারল্যান্ডের বিপক্ষে শান্তদের লড়াই শুরু বুধবার

A13T9160চারদিনের ম্যাচ দিয়ে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের লড়াই শুরু হবে বুধবার থেকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল ১০টায়।  

আয়ারল্যান্ড সিরিজ নিয়ে ‘এ’ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সব ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো। তবে আপাতত চারদিনের ম্যাচ নিয়ে ভাবছি। আমাদের দলটা ভারসাম্যপূর্ণ হয়েছে। সাইফ চলে গেলেও তার জায়গায় মেহেদি ভালো করছে। আশা করি, আমরা খুব ভালো খেলতে পারব।’

চারদিনের প্রস্তুতি ম্যাচ শেষ করে দুই দলই চলে যাবে কক্সবাজারে। সেখানে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর হবে ম্যাচগুলো।

গত রবিবার অনুশীলনের সময় নাকে আঘাত পান ওপেনিং ব্যাটসম্যান সাইফ হাসান। সেদিনই তাকে সিলেট থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। সাইফের জায়গায় সুযোগ পেয়েছেন মেহেদি হাসান। ২২ বছর বয়সী মেহেদী খুলনার হয়ে চলমান জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে বরিশালের বিপক্ষে ১৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। সোমবার শেষ হওয়া চতুর্থ রাউন্ডে রংপুরের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অপরাজিত ৮৮ রানের আরেকটি দারুণ ইনিংস এসেছে তার ব্যাট থেকে। ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কারই পেলেন মেহেদি। 

চার দিনের ম্যাচে বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান, সাদমান ইসলাম, আল-আমিন, জাকির হাসান, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি ও জুবায়ের হোসেন।