সাকিবকে বরণ করলো এমসিসি কমিটি

alkjfhnaবাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিলো বিশ্ব ক্রিকেটের প্রশাসন সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) কমিটি। তার সঙ্গে আরও তিনজন অভিষিক্ত হয়েছেন এ কমিটিতে।

গত সপ্তাহে এমসিসির কাছ থেকে এ কমিটির সদস্য হওয়ার প্রস্তাব পান সাকিব। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব ক্রিকেট কমিটিতে প্রতিনিধিত্ব করছেন তিনি। সিডনিতে আগামী জানুয়ারিতে এই কমিটির প্রথম সভা বসবে।

সাকিব ছাড়াও নিউজিল্যান্ডের মেয়েদের জাতীয় দলের অধিনায়ক সুজি বেটস, সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ এবং সাবেক শ্রীলঙ্কান অফস্পিনার ও বর্তমান এলিট প্যানেলের আম্পায়ার কুমার ধর্মসেনা এ কমিটির সদস্য হলেন।

ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মাইক গ্যাটিং আনুষ্ঠানিকভাবে এ কমিটির চেয়ারম্যান পদে বসেছেন। সাকিবের ব্যাপারে তিনি বলেছেন, ‘এই কমিটিতে যোগ দেওয়া প্রথম বাংলাদেশি খেলোয়াড় সাকিব। বিশ্বের সব ফরম্যাটের ক্রিকেটে তার দারুণ অভিজ্ঞতা, জাতীয় ও ঘরোয়া সব পর্যায়ে। নতুনদের সঙ্গে তার অবদানের অপেক্ষায় আছি আমরা।’