শেষ ওয়ানডেতে আমলার জায়গায় মারক্রাম

এইডেন মারক্রামবাংলাদেশের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছে এইডেন মারক্রামের। এবার ওয়ানডে অভিষেকটাও হয়ে যাচ্ছে এই ওপেনারের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট বিশ্রাম দিয়েছে হাশিম আমলাকে। তার জায়গায় স্কোয়াডে সুযোগ পাওয়া মারক্রামের বাফেলো পার্কের ম্যাচে কুইন্টন ডি ককের সঙ্গে ওপেনিংয়ে নামার সম্ভাবনাই বেশি।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ সময় কাটিয়েছেন আমলা। দুই ম্যাচের ওই সিরিজের দুটিতেই সেঞ্চুরি পেয়েছেন ৩৪ বছর বয়সী এই ওপেনার। ওয়ানডে সিরিজেও আছেন দুর্দান্ত ফর্মে। প্রথম ম্যাচে ১১০ রানের ইনিংস খেলার পর বুধবার দ্বিতীয় ওয়ানডেতে করেছেন ৮৫ রান। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেওয়ায় আমলাকে বিশ্রাম দিয়েছে তৃতীয় ওয়ানডেতে। তার জায়গায় দলে ডাক পেয়েছেন মারক্রাম।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন মারক্রাম। অভিষেকেই আলো ছড়িয়ে তিন ইনিংসে করেছেন যথাক্রমে ৯৭, ১৫ ও ১৪৩ রান। টাইগারদের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের হয়ে করেছেন আবার ৮২ রান। এবার ইস্ট লন্ডনের বাফেলো পার্কের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় এই ওপেনার। ক্রিকইনফো