লাহোরে না খেললে বাদ থারাঙ্গারা!

iলাহোরে ক্রিকেটারদের পাঠাতে বাধ্য করতে ‘অদ্ভুত’ সিদ্ধান্ত নিতে যাচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। ২৯ অক্টোবর পাকিস্তানে সিরিজের শেষ ম্যাচ খেলার ইচ্ছা যাদের নেই, তারা আগের দুই ম্যাচও খেলতে পারবেন না।

পাকিস্তানে ২৪ ঘণ্টার এ সফর অনিরাপদ মনে করলেও যত বেশি সম্ভব খেলোয়াড় পাঠানোর উদ্দেশ্য বোর্ডের। তাই লাহোরের ম্যাচটি খেলতে আপত্তি নেই এমন খেলোয়াড়দের নিয়েই আবুধাবিতে প্রথম দুই ম্যাচের দল তৈরি করতে নির্বাচকদের নির্দেশ দিয়েছে এসএলসি।

প্রধান নির্বাচক গ্রায়েম লেবরুইর যুক্তি, ‘সিরিজের জন্য একই দল তৈরি করতে বলা হয়েছে। লাহোরে ম্যাচ খেলতে যারা চান সেইসব খেলোয়াড়দের নিয়ে গড়া হবে দল।’

২৬ অক্টোবর থেকে শুরু সিরিজে এক দল নিয়েই খেলার সিদ্ধান্তে বোর্ড অটল থাকলে তিন ম্যাচের সিরিজে একজন নতুন অধিনায়ককে বাছাই করতে হবে। উপুল থারাঙ্গা এরই মধ্যে লাহোরে যেতে অনিচ্ছা প্রকাশ করেছেন।

লেবরুই বলেছেন, ‘এই মুহূর্তে প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে আলাদা করে কথা বলছে বোর্ড। তাই নির্বাচকরা এখনও জানে না, আসলে কারা যাচ্ছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির দুই সদস্য খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখছে।’ ক্রিকইনফো