বৃষ্টিতে একদিন পেছালো ‘এ’ দলের তৃতীয় ওয়ানডে

বাংলাদেশ ‘এ’ দলআয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টি বাধায় পরিত্যক্ত হয়েছিল। ওই ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল খেলতে নেমেছিল ২৩০ রানের টার্গেটে। কিন্তু মাঝপথে বৃষ্টি নামলে ভেস্তে যায় ম্যাচটি। শনিবার তৃতীয় ম্যাচে তো টসই হলো না টানা বৃষ্টির কারণে। তবে ম্যাচটি পরিত্যক্ত হয়নি। সূচি পাল্টে রবিবার হবে ‘এ’ দলের এই দ্বিপাক্ষিক সিরিজ।

আগের সূচী অনুযায়ী কক্সবাজারে হওয়া এই সিরিজে কোনও রিজার্ভ ডে ছিল না। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে নতুন করে তৃতীয় ও চতুর্থ ওয়ানডের জন্য রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বৃষ্টির কারণে (তৃতীয় ওয়ানডে) খেলা হচ্ছে না। তাই দুই দলের ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত দিনে খেলা না গড়ালে পরেরদিন ম্যাচ হবে।’

সেই হিসেবে তৃতীয় ওয়ানডের ম্যাচটি রবিবার হবে। ২৪ অক্টোবর চতুর্থ ওয়ানডেও বৃষ্টির বাধায় পড়লে সেটা পরদিন হবে। কিন্তু ২৬ অক্টোবর শেষ ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে থাকছে না।

দ্বিতীয় ম্যাচটি জিতে বাংলাদেশ ‘এ’ দল ১-০ তে সিরিজে এগিয়ে।