মেয়েদের প্রিমিয়ার লিগে রানার্সআপ রূপালী ব্যাংক

রানার্সআপ রূপালী ব্যাংকগতবারের চ্যাম্পিয়ন রূপালী ব্যাংককে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো। বৃহস্পতিবার তাদের হারিয়ে এক ম্যাচ হাতে রেখে আবাহনী প্রথমবারের মতো জিতেছিল মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা। আগেই আবাহনী চ্যাম্পিয়ন হলেও শনিবার লিগের শেষদিন ছিল রানার্সআপ হওয়ার লড়াই। এই লড়াইয়ে রূপালী ব্যাংকের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মোহামেডান।
শনিবার মাঠে নামার আগে রুপালী ব্যাংকের চেয়ে ১ পয়েন্ট পেছনে ছিল মোহামেডান। কিন্তু বিকেএসপিতে আবাহনী-মোহামেডান ও রুপালী ব্যাংক-খেলাঘরের ম্যাচ পরিত্যক্ত হলে দ্বিতীয় স্থানে থাকা রুপালী ব্যাংকই রানার্সআপ হয়।

নবম আসরে এসে প্রথমবারের মতো শিরোপার মুকুট পড়া আবাহনীর পয়েন্ট ১৮। রানার্সআপ হওয়া রূপালী ব্যাংকের পয়েন্ট ১৫। টানা পাঁচবারের শিরোপা জেতা মোহামেডান ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয়। লিগে সর্বোচ্চ ৬ বার শিরোপা জিতেছিল সাদা-কালো জার্সিধারীরা। এছাড়া একবার করে শিরোপা জিতেছে আনসার-ভিডিপি এবং রুপালী ব্যাংক।