ক্রেমার-উইলিয়ামসের স্পিনে জিম্বাবুয়ের দিন

জিম্বাবুয়ের পক্ষে বল হাতে নেতৃত্ব দিয়েছেন ক্রেমারবুলাওয়ে টেস্টের প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজকে খুব বেশিদূর এগোতে দেয়নি জিম্বাবুয়ে। গ্রায়েম ক্রেমার ও শন উইলিয়ামসের স্পিনে প্রথম ইনিংসে ক্যারিবীয়দের ২১৯ রানে অলআউট করেছে স্বাগতিকরা। দুই স্পিনার ৭ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। দিন শেষ হওয়ার আগে ৫ ওভার খেলে কোনও উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ১৯ রান যোগ করেছে জিম্বাবুয়ানরা।

রবিবার টস জিতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ভালো হয়নি, ৩৫ রানে ২ উইকেট হারায় তারা। তিন নম্বরে ব্যাট করতে নেমে ওই ধাক্কা সামলে নেন শাই হোপ। কিয়েরন পাওয়েলের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন ডানহাতি ব্যাটসম্যান। ১৩৩ বলে ৫৬ রানে ক্রেমারের প্রথম শিকার হন পাওয়েল। তাতে সমস্যা হয়নি, হোপের সঙ্গে আরেকটি পঞ্চাশ ছাড়ানো জুটি আসে চতুর্থ উইকেটে। ৬৪ রানের ওই জুটিতে হোপের সঙ্গে ছিলেন রোস্টন চেজ। দলীয় ১৩৪ রানে চেজকে (৩১) ক্রেইগ আরভিনের ক্যাচ বানান সিকান্দার রাজা।

এরপর হোপ একপ্রান্ত আগলে রাখলেও ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ। এক সেশনেই শেষ ৭ উইকেট তারা হারায় ৪৫ রানের ব্যবধানে। ক্রেমার তার ২৪তম ওভারে জোড়া আঘাতে গুটিয়ে দেন উইন্ডিজদের। ৮২.৫ ওভারে শেষ হয় সফরকারীদের প্রথম ইনিংস। অন্য প্রান্তের ব্যাটসম্যানদের সহযোগিতার অভাবে সেঞ্চুরি করতে পারেননি হোপ, অপরাজিত ছিলেন ৯০ রানে। ২০১ বলে ৭ চার ও ১ ছয় মেরেছেন তিনি।

একপ্রান্ত দারুণভবে সামলে অপরাজিত ছিলেন শাই হোপ, কিন্তু সেঞ্চুরি পাননি৬৪ রান দিয়ে ক্রেমার ৪ উইকেট নিয়ে প্রথম দিনের সবচেয়ে সফল বোলার। ৩টি উইকেট পেয়েছেন উইলিয়ামস। ১৩ ওভারে তিনি দেন মাত্র ২০ রান।

জিম্বাবুয়ে প্রথম ইনিংস খেলতে নামে শেষ বিকেলে। সলোমন মায়ার ১৭ রানে খেলছিলেন। আরেক ওপেনার হ্যামিলটন মাসাকাদজা রানের খাতা খুলতে পারেননি। ক্রিকইনফো