টি-টোয়েন্টি বলেই আশাবাদী সাকিব

সাকিব আল হাসানটেস্ট-ওয়ানডের পর এবার দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের টি-টোয়েন্টি পরীক্ষা। যেখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বিকল্প কিছু নেই। এই ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান এনিয়ে নির্ভার। কোনও ধরনের চিন্তায় বুঁদ হয়ে থাকতে চান না এই অলরাউন্ডার। আগের দুই সিরিজের মতো যেন ২০ ওভারের ক্রিকেটেও দল লজ্জা না পায় সেই ব্যাপারে সতর্ক সাকিব।

তাছাড়া অধিনায়কত্ব নিয়েও কোনও চাপ নিতে চান না বাংলাদেশি অলরাউন্ডার। ২০১১ সালে জিম্বাবুয়ে সফর শেষে নেতৃত্ব হারিয়েছিলেন সাকিব। এবার দক্ষিণ আফ্রিকার মতো কঠিন সফর দিয়ে শুরু হচ্ছে নতুন দায়িত্ব। এনিয়ে তিনি বলেছেন, ‘আমার এনিয়ে (অধিনায়কত্ব) কোনও ভাবনা নেই। আমি ভাবতে চাইও না। যত চিন্তা করবেন, তত বেশি সমস্যা এসে জুটবে।’

সতীর্থদের সবাইকে একসঙ্গে পারফরম্যান্স করার আহ্বান জানালেন টি-টোয়েন্টি অধিনায়ক, ‘আমাদের একটি দল হিসেবে খেলতে হবে। সবাই পরিণত। আশা করি তারা সবাই তাদের ভূমিকা বুঝবে। টি-টোয়েন্টি হলো ছোট ফরম্যাট। এখানে ভাবার খুব বেশি সময় নেই। এটা আমাদের জন্য ভালো। টেস্ট ও ওয়ানডেতে চিন্তা করার অনেক সময়, যেটা অনেক সময় জটিল হয়ে দাঁড়ায়। কিন্তু ছোট ফরম্যাটে তেমন হয় কম। সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে মাঠে। সবকিছু সহজ-স্বাভাবিক রাখতে পারলে ভালো একটা লড়াই হবে।’

আজ রাত ১০টায় ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।