আমলাও ফিরলেন সাইফের বলে

দারুণ খেলেও সেঞ্চুরি করতে পারলেন না আমলাসাকিব আল হাসান দ্রুত ২ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার রানের লাগাম টেনে ধরেছিলেন। এরপর বিপজ্জনক এবি ডি ভিলিয়ার্সকে বেশিদূর এগোতে দেননি সাইফউদ্দিন। এই পেসারের বলেই আউট হয়েছেন হাশিম আমলা। ১৭ ওভারে ৪ উইকেটে ১৬২ রান করেছে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সফর শেষ হচ্ছে দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে। টস জিতে যেখানে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথম ওভারে বল হাতে নেন সাকিব। পরে বল হাতে নেন তাসকিন আহমেদ। প্রথম দুই ওভারেই ২৩ রান তোলে প্রোটিয়া। কিন্তু দলের তৃতীয় ওভারেই সাকিবের বল পায়ে লেগে স্টাম্প ভেঙে দেয় মাংগালিসা মোসেহলের (৫)। বাঁহাতি স্পিনার তার পরের ওভারে স্বাগতিক অধিনায়ক জেপি ডুমিনিকেও (৪) বোল্ড করেন।

ডি ভিলিয়ার্স ১টি করে চার ও ছয় মেরে নিজেকে মেলে ধরার আগেই আউট হন। সাইফ তাকে ২০ রানে ক্যাচ বানান ইমরুল কায়েসের। পরের ওভারে রুবেল হোসেন একটি উইকেট পেতে পারতেন, কিন্তু ডেভিড মিলারের ক্যাচ ফেলে দেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ৩২ বলে হাফসেঞ্চুরি করে দলের রান বাড়ান আমলা। ৫১ বলে ৮৫ রান করে সাইফের বলে সৌম্য সরকারকে ক্যাচ দেন তিনি।

এক মাসেরও বেশি সময় ধরে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচসহ নবম ম্যাচে খেলছে তারা। কিন্তু একটিও জয়ের স্বাদ পায়নি। একপেশে লড়াইয়ে দুই টেস্ট ও তিন ওয়ানডেতে হেরে গেছে তারা। শুধু প্রথম টি-টোয়েন্টিতে যা একটু লড়াই দেখা গেছে বাংলাদেশের। কিন্তু হেরে যায় ২০ রানে। টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় তারা। তবে শেষটা রাঙাতে চান সাকিবরা।

অধরা জয়ের দেখা পাওয়ার এই ম্যাচে দলে একটি পরিবর্তন। শফিউল ইসলামের জায়গায় এসেছেন লিটন দাস। প্রোটিয়া দলে দুটি পরিবর্তন- কুইন্টন ডি ককের জায়গায় উইকেটরক্ষক ব্যাটসম্যান মাংগালিসো মোসেহলে, আর ডেন প্যাটারসনকে বাদ রেখে আনা হয়েছে ডোয়াইন প্রিটোরিয়াসকে।