বাংলাদেশ-ভারতকে নিয়ে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ

বাংলাদেশ-ভারত ম্যাচের একটি মুহূর্তস্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) আয়োজন করতে যাচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। ২০১৮ সালের মার্চের এই সিরিজের জন্য শ্রীলঙ্কা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ও ভারতকে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র খবর, ৭ ম্যাচের কুড়ি ওভারের সিরিজ ৮ মার্চ শুরু হয়ে শেষ হবে ২০ মার্চ। ফাইনালের আগে প্রত্যেক দল প্রত্যেকের মুখোমুখি হবে দুইবার করে।

নিদাহাস ট্রফি নামের এই সিরিজ শ্রীলঙ্কা আয়োজন করছে তাদের স্বাধীনতার ৭০ বছর উদযাপন উপলক্ষে। এসএলসি’র বর্তমান বোর্ড সভাপতি থিলাঙ্গা সুমাথিপালাই ছিলেন ১৯৯৮ সালের নিদাহাস ট্রফি আয়োজনের নেপথ্যে। সেবার দ্বীপ দেশটির স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছিল ত্রিদেশীয় সিরিজ। ওয়ানডের ওই সিরিজে স্বাগতিকদের সঙ্গে যোগ দিয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। এবার ওয়ানডের জায়গায় খেলবে তারা টি-টোয়েন্টি।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শ্রীলঙ্কার কাছ থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। একইসঙ্গে খেলার বিষয়টিও নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জোহরি, ‘আমরা আনন্দিত শ্রীলঙ্কার ৭০ বছর উদযাপনের অংশ হতে পেরে। শ্রীলঙ্কা ও বাংলাদেশের চেয়ে কাছের বন্ধু আর নেই বিসিসিআইয়ের। সুমাথিপালার কাছ থেকে আমন্ত্রণ পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই আমরা রাজি হয়ে গেছি।’ ক্রিকইনফো