সাসেক্সের কোচ গিলেস্পি

জেসন গিলেস্পিঅস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে প্রধান কোচের দায়িত্ব দিলো ইংলিশ কাউন্টি দল সাসেক্স। সোমবার নিয়োগ দেওয়ার খবর নিশ্চিত করেছে ক্লাবটি।

২০১২ সালে ইয়র্কশায়ারকে দ্বিতীয় বিভাগ থেকে শীর্ষ লিগে তুলে আনেন গিলেস্পি। এরপর ২০১৪ ও ২০১৫ সালে টানা শিরোপা জেতেন ৪২ বছর বয়সী। নতুন ভূমিকায় নামার আগে গিলেস্পি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সে কোচের দায়িত্ব পালন করবেন।

কাউন্টির এই ক্লাবে নিয়োগের খবরে উচ্ছ্বসিত সাবেক অসি তারকা, ‘সাসেক্সের মতো ঐতিহ্যবাহী ক্লাবে আমাকে সুযোগ দেওয়ায় আমি রোমাঞ্চিত।’

সাসেক্সের প্রধান নির্বাহী রব এন্ড্রুর বিশ্বাস গিলেস্পির অভিজ্ঞতা এগিয়ে নেবে তার দলকে, ‘আমরা যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনই অভিজ্ঞ গিলেস্পি। ইয়র্কশায়ারে খুব সফল অধ্যায় কাটানোর বিশাল অভিজ্ঞতা আছে তার।’ ইয়র্কশায়ারের সঙ্গে পাঁচ বছর থেকে মাত্র ৭টি চ্যাম্পিয়নশিপ ম্যাচ হেরেছেন গিলেস্পি।

হোভের ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন গিলেস্পি। আগামী বছরের শুরুতে নতুন দায়িত্ব বুঝে নেবেন তিনি। বিবিসি