ম্যাককালামের চোখেও মিরপুরের উইকেট ‘পুওর’

মিরপুরের উইকেট নিয়ে ম্যাককালামের মনেও প্রশ্ন দেখা দিয়েছে। ছবি-বিসিবিকয়েক দিন আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মাশরাফি মুর্তজা ও তামিম ইকবাল। রংপুর রাইডার্স আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কের মতো ব্রেন্ডন ম্যাককালামও মিরপুরের উইকেট নিয়ে হতাশ।

বুধবার বিপিএলের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের ১৩৭ রানের জবাবে মাত্র ৯৪ রানে থেমে গেছে রংপুরের ইনিংস। মাশরাফি বিশ্রামে ছিলেন, তাই এই ম্যাচে রংপুরের নেতৃত্ব ছিল ম্যাককালামের কাঁধে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাবেক কিউই তারকার কণ্ঠে ধরা পড়লো হতাশা, “আজকের ম্যাচে খুব ‘পুওর’ উইকেট ছিল। বিপিএলে অনেক ভালো, বিশ্বমানের খেলোয়াড় এসেছে। ভক্তরা তাদের কাছ থেকে রোমাঞ্চকর ক্রিকেট দেখতে চায়। আমার মনে হয় না, তারা আজ তেমন ম্যাচ দেখতে পেয়েছে।’

ম্যাককালাম আর ক্রিস গেইলের মতো দুই আক্রমণাত্মক ব্যাটসম্যানও ঝড় তুলতে পারছেন না বিপিএলে। সেজন্য উইকেটকে দায়ী করলেন নিউজিল্যান্ডের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান, ‘ভালো উইকেট হলে বেশি রানের আশা করা যায়। ভালো আর দ্রুতগতির উইকেটেই তো রান করা সম্ভব।’

বিপিএলের পঞ্চম আসরে গেইল (৮ ম্যাচে ২৬.২৫ গড়ে ২১০ রান) মোটামুটি সফল হলেও ম্যাককালাম একেবারেই ‘ফ্লপ’। ৯ ম্যাচে মাত্র ১৬.৮৮ গড়ে ১৫২ রান করেছেন তিনি, সর্বোচ্চ ৪৩। হতাশ ম্যাককালাম ব্যর্থতার জন্য দায়ী করছেন উইকেটকেই, ‘আমি আসলে অন্য ধরনের উইকেটে খেলতে অভ্যস্ত। এখানে তো বলের টার্ন আর বাউন্স নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। বল কখনও কখনও ওপর দিয়ে চলে যাচ্ছে। উইকেট নিয়ে অনেকের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, আগে উইকেট বেশ ভালো ছিল। একজন স্ট্রোকমেকারের পক্ষে এখানে খেলা বেশ কঠিন। অবশ্যই আমার পারফরম্যান্স আরও ভালো হওয়া উচিত ছিল। তবে উইকেট আরেকটু ভালো হলে  হয়তো ধারাবাহিক হতে পারতাম।’

উইকেটের পাশাপাশি আম্পায়ারিং নিয়েও প্রশ্ন তুলেছেন ম্যাককালাম, ‘বাংলাদেশে বেশ ভালো আম্পায়ার আছেন। তবে আমার মনে হয়, সামনের বড় ম্যাচে আম্পায়ারদের মানের দিকে একটু খেয়াল রাখা উচিত। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা খুব জরুরি।’