চার্লসের সেঞ্চুরিতে রংপুরের ১৯২

সেঞ্চুরি করার পথে চার্লসের একটি শটআরেকটি সেঞ্চুরি দেখল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিস গেইলের পর এবার সেঞ্চুরি তুলে নিলেন তারই রংপুর রাইডার্স সতীর্থ জনসন চার্লস। গেইল ব্যর্থ হলেও ক্যারিবিয়ান এই ব্যাটসম্যানের দুর্দান্ত ইনিংসে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে কঠিন লক্ষ্য ছুড়ে দিয়েছেন রংপুর। চার্লসের সেঞ্চুরির ম্যাচে ব্রেন্ডন ম্যাককালাম ছন্দে ফিরলে রংপুর নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোরে জমা করে ১৯২ রান।

ঝড়ো ব্যাটিংয়ে চার্লস খেলেছেন হার না মানা ১০৫ রানের ইনিংস। তার ৬৩ বলের ইনিংসে ৯ চারের সঙ্গে ছক্কা আছে ৭টি। তার সঙ্গে সমানতালে লড়ে যাওয়া ম্যাককালাম ৪৬ বলে করেছেন ৭৮ রান, যাতে ছিল ১ চারের সঙ্গে ৯ ছক্কার মার। তাদের দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বড় স্কোর গড়েছে রংপুর।

রবিবার বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ৫ ওভারে ১ উইকেটে রংপুরের করা ৫৫ রানের স্কোর থেকে সোমবার আবার শুরু হয় ম্যাচ। শুরু থেকেই কুমিল্লার বোলারদের শাসন করেছেন চার্লস ও ম্যাককালাম। চার-ছক্কায় মাতিয়ে রেখেছেন গ্যালারির দর্শকদের। তাদের তো আউটই করতে পারছিল না কুমিল্লার বোলাররা। আগের দিন গেইলের (৩) উইকেট হারানোর পর চার্লস ও ম্যাককালাম গড়েন ১৫১ রানের জুটি।

অবশেষে ১৯তম ওভারের শেষ বলে এসে সফল হয় রংপুর, যখন হাসান আলীর বলে বোল্ড হয়ে ফেরেন ম্যাককালাম। কিউই ব্যাটসম্যান ফিরলেও চার্লস তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এতদিন ৯৪ রান ছিল তার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। কুমিল্লার বিপক্ষে সেটা পেরিয়ে খেলেছেন হার না মানা ১০৫ রানের ইনিংস।