এক ম্যাচেই চার পুরস্কার গেইলের

2a3876019af0d34e83894eb4f540cc72-5a2a6bcf24584ক্রিস গেইলের ব্যাটিং তাণ্ডবে রংপুর রাইডার্স রানের পাহাড় গড়েছিল ফাইনালে। ঢাকা ডায়নামাইটস সেই পাহাড়ের চূড়ায় উঠতে পারেনি। গেইলের বিধ্বংসী ইনিংসের কাছে হার মেনে ১৪৯ রানেই আটকে যায় ঢাকা। রংপুর জয় পায় ৫৭ রানের।

অপরাজিত ১৪৬ রানের স্কোরে আর অনেক রেকর্ডের ভাগীধার হয়েছেন ক্যারিবিয়ান এই ব্যাটিং দানব। যার ফলে পুরস্কার বিতরনী মঞ্চে ৫ পুরস্কারের মধ্যে চারটিই গেছে তার হাতে।

ফাইনাল ম্যাচের পর টুর্নামেন্টসেরা, মোস্ট এক্সাইটিং প্লেয়ার, ম্যাচসেরা ব্যাটসম্যান ও ম্যাচসেরা খেলোয়াড়- এই চারটি ক্যাটাগরিতে ক্রিস গেইল পুরস্কার পান। শুধুমাত্র ম্যাচসেরা বোলার পুরস্কার নিয়েছেন গেইলের সতীর্থ স্পিনার নাজমুল ইসলাম।